রাকিবুল আবির: [২] ২০২০ সালে কম্বোডিয়ার কর্তৃপক্ষ জাহাজটিকে আটক করেছিল এবং এখনো জাহাজটি সেখানেই রয়েছে। তবে এবার মার্কিন বিচার বিভাগের মাধ্যমে জাহাজটির মালিকানা জব্দ করেছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্কের একজন ফেডারেল বিচারক এমটি কওরাজিয়াস জাহাজটির মালিকানা জব্দ করা নির্দেশ প্রদান করেন। আলজাজিরা
[৩] মার্কিন বিচার বিভাগ এনিয়ে জানায়, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা লঙ্ঘন করে উত্তর কোরিয়ায় তেল সরবরাহ করার কারণে সিঙ্গাপুরের ঐ তেল ট্যাঙ্কার জব্দ করা হয়েছিলো। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ জানায়, জাহাজটি ১.৫ মিলিয়ন ডলারের তেল উত্তর কোরিয়ায় সরবরাহ করছিলো।
[৪] শুক্রবার বিচার বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ২ হাজার ৭৩৪ টন ক্ষমতা সম্পন্ন জাহাজটির ক্রয়সূত্রে মালিক সিঙ্গাপুরের কোয়েক কি সেং নামের এক ব্যাক্তির। জাহাজটি উত্তর কোরিয়ায় তেল সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছিলো।
[৫] উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকার পরও তেল সরবরাহ করার কারণে জাহাজটির মালিক কোয়েক কি সেং এর বিরুদ্ধে অর্থদণ্ডসহ আইন অনুযায়ী বিচার করা হবে। সম্পাদনা: সুমাইয়া ঐশী