শ্রাবণী কবির: [২] যুক্তরাষ্ট্রে রোববার বিকেলে উতাহ শহরের পশ্চিমাংঞ্চলে বালুঝড়ের কারণে একসঙ্গে ২০টি গাড়ির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে ৭ জন মারা যায়। এখনো পর্যন্ত আহতের সংখ্যা জানায়নি কর্তৃপক্ষ। সিএনএন
[৩] সাইফি ডট কম এর তথ্য মতে, উতাহের স্থানীয় নিরাপত্তা বিভাগ জানায়, বালুঝড়ের কারণে গাড়িচালকরা সামনের কিছু দেখতে পায়নি। সামনে কিছু দেখতে না পারায় পরপর কমপক্ষে ২০টি গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। এই সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আহত গাড়িচালকদেও উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে অনেকেই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। সম্পাদনা: সাকিবুল আলম