শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০১:১২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০১:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরকে নিয়ে পালাল ঘোড়া, বরযাত্রীদের ধাওয়া (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক : ঘোড়ায় চেপে বর এসেছিল কনের বাড়ি। স্বাগত জানাতে কনেপক্ষ বাজি ফাটাতেই বাধল বিপদ। বাজির আওয়াজে ভয় পেয়ে বরকে পিঠে নিয়েই দিগ্বিদিক ভুলে দৌড়াতে শুরু করলো ঘোড়া। বরকে ধরতে পেছন পেছন ছুটলো পাত্র-পাত্রী—দুই পক্ষই।

ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থান রাজ্যের এক বিয়েবাড়িতে। গোটা ঘটনার একটি ভিডিও নেটমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা দেখে মজা পেয়েছেন নেটাগরিকদের একাংশ। দেশটির সংবাদমাধ্যমগুলোও এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।

ঘোড়ায় চেপে আসা বরকে অভ্যর্থনা জানানোর ঢালাও বন্দোবস্ত ছিল কনেপক্ষের। বর আসতেই বাজি-পটকা ফাটাতে শুরু করেন তারা। তাতেই ভয় পেয়ে যায় বরের ‘বাহন’। কনের বাড়ির সামনে থেকেই দৌড় লাগায় ঘোড়াটি। পিঠে বরকে নিয়েই।

নেটমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, ছুটন্ত ঘোড়ার পিঠ থেকে নামার চেষ্টা করে চলছেন বর। তবে শেষপর্যন্ত ব্যর্থ হন। বরকে বাঁচাতে এর পর ঘোড়ার পিছনে ছোটেন বরযাত্রীরা। গাড়ি এবং বাইকে চেপে পিছু ধাওয়া করেন কনের আত্মীয়রাও।

শেষে চার কিলোমিটার প্রাণপণ দৌঁড়েই থামে ঘোড়াটি। শেষ পর্যন্ত অবশ্য বরকে সুস্থ অবস্থাতেই উদ্ধার করা হয়। তাকে সুরক্ষিত ভাবেই নিয়ে আসা হয় বিয়ের আসরে। পরে বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ফিরে যান বরযাত্রীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়