শিরোনাম
◈ সকালে উঠেই এক লিটার পানি পান: কতটা উপকারী? বিশেষজ্ঞরা কী বলছেন? ◈ তারেক-জুবাইদার দুর্নীতির মামলায় ‘ত্রুটিপূর্ণ বিচার’, পূর্ণাঙ্গ রায়ে খালাস হাইকোর্টে ◈ বাবা-মায়ের বিরুদ্ধে মামলা করা সেই তরুণীকে নিয়ে যা বললেন আহমাদুল্লাহ (ভিডিও) ◈ জুলাই স্মরণে ‘তুমি কে আমি কে রাজাকার রাজাকার’ স্লোগানে ফের প্রকম্পিত ঢাবি (ভিডিও) ◈ পর্যাপ্ত অর্থ ও হোটেল বুকিং না থাকায় কুয়ালালামপুর বিমানবন্দরে ৯৬ বাংলাদেশি আটক ◈ বাড়ির নিচতলায় গ্যারেজে বসে চোখের পানি ফেলছেন, ছেলের বিরুদ্ধে মাকে বাড়িতে ঢুকতে না দেওয়ার অভিযোগ ◈ ইংল‌্যা‌ন্ডের লর্ডসে ডুবলো ভার‌তের রণতরী, সিরিজে এ‌গি‌য়ে গে‌লো ইং‌রেজরা ◈ কানাডার টরন্টো শহরে ইসকনের রথযাত্রায় ডিম নিক্ষেপ, ঘটনায় ভারতের গভীর উদ্বেগ (ভিডিও) ◈ একটি দল লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলে চাঁদা ও হাদিয়া নেওয়া ছাড়া কোনো কাজ করে না: মির্জা আব্বাস ◈ শাপলা প্রতীক নিয়ে রাজনীতিতে নতুন বিতর্ক!

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইফ সাপোর্টে অধ্যাপক আলী আশরাফ এমপি 

মারুফ হাসান: [২] আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ লাইফ সাপোর্টে।

[৩] শুক্রবার (২৩ জুলাই) বিকেলে আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] মুনতাকিম আশরাফ টিটু বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (২১ জুলাই) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

[৫] অধ্যাপক মো. আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ৯ জুলাই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়।

[৬] টিটু আরো বলেন, ‘বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনে আমার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বাবার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।’

[৭] অধ্যাপক মো. আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন৷ ২০০০ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হন তিনি। আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

[৮] শুক্রবার (২৩ জুলাই) মুনতাকিম আশরাফ টিটু তার বাবার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়