শিরোনাম
◈ অহেতুক চাপ সৃষ্টি করতে জামায়াতের কর্মসূচি: মির্জা ফখরুল ◈ জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে রাজপথে সাত দল ◈ স্ত্রী আসলেই নারী কি না প্রমাণ দেবেন ম্যাখোঁ ◈ আগামী বছরের বইমেলার সময় পরিবর্তন ◈ সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি, যা জানালো ভারত ◈ সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর: অবসরে বাড়ছে সুযোগ-সুবিধা, কমছে অপেক্ষাকাল ◈ আগামীকাল ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসীদের হামলায় যমুনা টিভির সাংবাদিকসহ আহত ৫ ◈ ঐকমত্য কমিশনের আলোচনায় রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে: প্রেস সচিব ◈ রাজনৈতিক কর্মসূচিতে ফের গরম হচ্ছে রাজপথ

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইফ সাপোর্টে অধ্যাপক আলী আশরাফ এমপি 

মারুফ হাসান: [২] আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ লাইফ সাপোর্টে।

[৩] শুক্রবার (২৩ জুলাই) বিকেলে আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] মুনতাকিম আশরাফ টিটু বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (২১ জুলাই) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

[৫] অধ্যাপক মো. আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ৯ জুলাই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়।

[৬] টিটু আরো বলেন, ‘বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনে আমার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বাবার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।’

[৭] অধ্যাপক মো. আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন৷ ২০০০ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হন তিনি। আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

[৮] শুক্রবার (২৩ জুলাই) মুনতাকিম আশরাফ টিটু তার বাবার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়