শিরোনাম
◈ ৫ ব্যাংকের আমানত ফেরত সিদ্ধান্ত, কিন্তু শেয়ার বিনিয়োগকারীরা রয়ে গেল অনিশ্চয়তায় ◈ কর ব্যবস্থার মৌলিক সংস্কারে ৫৫ সুপারিশ, প্রতিবেদন গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা ◈ খেটে খাওয়া মানুষের ভাগ্য উন্নয়নে একমাত্র বিএনপিই কাজ করে: তারেক রহমান ◈ নিরবতা ভাঙলো আইসিসি, বিশ্বকা‌পের জন‌্য অ্যাক্রেডিটেশন পাচ্ছে বাংলাদেশি সাংবাদিকরা ◈ টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ ◈ বেনাপোল বন্দরে ৩ মাস পর ৫১০ টন চাল আমদানি ◈ ৯০ দিন গাম্বিয়া ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা ◈ তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী (ভিডিও) ◈ অতিরিক্ত সচিব পদে ১১৮ কর্মকর্তার পদোন্নতি ◈ জাতীয় দলে সাকিবের ফেরার গুঞ্জন: বিসিবির সঙ্গে আলোচনা শুরু

প্রকাশিত : ২৪ জুলাই, ২০২১, ০১:২২ রাত
আপডেট : ২৪ জুলাই, ২০২১, ০৩:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লাইফ সাপোর্টে অধ্যাপক আলী আশরাফ এমপি 

মারুফ হাসান: [২] আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ লাইফ সাপোর্টে।

[৩] শুক্রবার (২৩ জুলাই) বিকেলে আলী আশরাফের ছেলে মুনতাকিম আশরাফ টিটু বিষয়টি নিশ্চিত করেছেন।

[৪] মুনতাকিম আশরাফ টিটু বলেন, রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে বুধবার (২১ জুলাই) বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।

[৫] অধ্যাপক মো. আলী আশরাফ গলব্লাডারের স্টোন সংক্রান্ত সমস্যায় সমগ্র শরীরে ইনফেকশন নিয়ে স্কয়ার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ছিলেন। গত ৯ জুলাই তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে ১১ জুলাই থেকে তাকে আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) নেওয়া হয়।

[৬] টিটু আরো বলেন, ‘বৃহস্পতিবার (২২ জুলাই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোবাইল ফোনে আমার সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বাবার শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন।’

[৭] অধ্যাপক মো. আলী আশরাফ কুমিল্লা-৭ (চান্দিনা) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন৷ ২০০০ সালে ডেপুটি স্পিকার নির্বাচিত হন তিনি। আলী আশরাফ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় অর্থ ও পরিকল্পনা সম্পাদক এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।

[৮] শুক্রবার (২৩ জুলাই) মুনতাকিম আশরাফ টিটু তার বাবার সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়