বিশ্বজিৎ দত্ত: [২] বাংলাদেশের এমপি শামীম ওসমানের শ্লোগানকে এবার পশ্চিমবঙ্গের মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের জাতীয় স্থরে নিয়ে গেলেন। আজ বুধবার (২১ জুলাই) পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতা পি চিদাম্বরসহ অন্যান্য দলের নেতাদের সঙ্গে বিজেপি বিরোধী জোটের এক জনসভায় তিনি বলেন, আগামী ২০২৪ সালে ভারতের নির্বাচনে খেলা হবে। সমস্ত জায়গায় খেলা হবে। ১৬ আগস্ট হলো ভারতে খেলা হবে দিবস। এটি এখন থেকে পালন করা হবে।
[৩] এ বিষয়ে পশ্চিমবঙ্গ সংসদের বিরোধী দলীয় (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারি বলেছেন, বাংলাদেশের এক এমপির ভাষণ নকল করে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে আবারো বাংলাদেশ বানাতে চায়। অপর বিজেপি নেতা স্বপন বসু বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ১৬ আগস্টে কলকাতা কিলিংকে স্মরণ করেছেন।