বিশ্বজিৎ দত্ত: [২] প্রধানমন্ত্রীর ২ উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিক এলাহী চৌধুরী স্ব-স্ত্রীক যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডা সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানা যায়, বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান গত ১৬ জুলাই যুক্তরাষ্ট্রে গিয়েছেন। সেখানে তিনি ২ আগস্ট পর্যন্ত অবস্থান করবেন। তার এই সফর সরকারি।
[৩] তিনি এসময় বিনিয়োগ সংক্রান্ত একটি সেমিনার ও ক্যাপিট্যাল মার্কেট বিষয়ক একটি রোড শোয়ে অংশ নেবেন। পরে তিনি ৩ আগস্ট থেকে ২৫ আগস্ট যুক্তরাজ্যে অবস্থান করবেন। এই সময়ে তার সঙ্গে থাকবেন সাঈদা রুবাবা। সালমান এফ রহমানের সফরের সমস্ত খরচ বহন করবে প্রধানমন্ত্রীর কার্যালয়। তবে স্ত্রীর সফরের খরচ তিনি নিজেই বহন করবেন।
[৪] অন্যদিকে আগামী ২৯ জুলাই স্বস্ত্রীক যুক্তরাষ্ট্রে যাবেন বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী চৌধুরী। তিনি যুক্তরাষ্ট্রে ৪ আগস্ট পর্যন্ত থাকবেন। এসময়ে তিনি ইউএস বাংলা বিজনেস কাউন্সিলের একটি সভা ছাড়াও এনার্জি বিষয়ক যুক্তরাষ্ট্রে সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে দেখা করবেন। পরে তিনি কানাডায় তার মেয়ের কাছে চলে যাবেন। সেখানে থাকবেন ৫ থেকে ২৫ আগস্ট পর্যন্ত। এসময় তার সঙ্গে থাকবেন স্ত্রী আসমা তৌফিক। উপদেষ্টার সফরের সমস্ত খরচ বহন করবে পেট্রোবাংলা। তবে আসমা তৌফিক নিজের খরচ নিজেই বহন করবেন।