শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২১, ০২:৫৫ দুপুর
আপডেট : ১৮ জুলাই, ২০২১, ০২:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে শনাক্তের হার ৩৬.৬

স্বপন দেব: [২] গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজারে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছেন। এবার জেলায় একদিনে শনাক্ত হয়েছেন ১৮৮ জন।

[৩] রোববার (১৮ জুলাই) সিভিল সার্জন অফিসের কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

[৪] সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে মৌলভীবাজারের ৫১৩ জনের নমুনা পরীক্ষা করে ১৮৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৬ শতাংশ। ২৪ ঘণ্টায় জেলায় ৯ জন সুস্থ, মৃত্যুবরণ করেননি কেউ।

[৫] নতুন শনাক্ত ১৮৮ জনের মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের ৭৯ জন, রাজনগরে ১৩ জন, কমলগঞ্জে ৮ জন, কুলাউড়ায় ৩১ জন, শ্রীমঙ্গলে ১৩ জন, বড়লেখায়, ২২ জন, জুড়ীতে ২২ জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ হাজার ৩০২ জনকে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

[৬] এদিকে সুস্থ হওয়া ৯ জনের মধ্যে মৌলভীবাজার সদর হাসপাতালের শ্রীমঙ্গলের ৪ জন ও কমলগঞ্জের ৫ জন। এতে জেলায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২০ জনে।

[৭] জেলায় এখন পর্যন্ত ৪৯ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যাদের মধ্যে রাজনগর ৪ জন, কুলাউড়া ৮ জন, বড়লেখায় ২ জন, কমলগঞ্জে ২ জন, শ্রীমঙ্গলে ৬ জন, জুড়ী ৩ এবং সদর হাসপাতালের ২৪ জন রয়েছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়