স্পোর্টস ডেস্ক : [২] আগামী ২৩ জুলাই করোনাবিষয়ক সব রকমের সর্তকতা নিয়েই পর্দা উঠবে বিশ্বের সবচেয়ে বড় এ আসরের।
[৩] এদিকে এমন ঘনঘটার মধ্যদিয়ে এক দুঃসংবাদ শুনতে হলো অলিম্পিক কমিটিকে। জাপানে অলিম্পিকে অংশ নিতে যাওয়ার পর নিখোঁজ হয়েছেন উগান্ডার এক অ্যাথলেট।
[৪] শুক্রবার (১৬ জুলাই) জাপান সরকারের একজন মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পশ্চিম জাপানে উগান্ডা থেকে আসা এক দল অ্যাথলেট অবস্থান করছে। সেখান থেকেই একজন অ্যাথলেট নিখোঁজ হয়েছেন।
[৫] পুলিশের সহায়তায় তাকে খোঁজা হচ্ছে। রয়টার্স আরো জানায়, নিখোঁজ অ্যাথলেট একজন ভারোত্তোলক। পিসিআর পরীক্ষার সময় নিখোঁজ হন তিনি। রয়টার্স/চ্যানেল২৪