পলাশ (নরসিংদী) প্রতিনিধি : [২] নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারহানা আফসানা চৌধুরী পিএএ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা আড়াইটায় তিনি নিজেই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
[৩] তিনি আরও জানান, গতকাল ঘোড়াশাল, ডাংগা ও জিনারদী ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। দিনের বেলা কোন ধরনের জ্বর ও শরীর খারাপ না থাকলেও হঠাৎ করে রাতের বেলা শরীরে প্রচন্ড জ্বর আসে। পরে মঙ্গলবার সকালে পলাশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিকুর রহমান আকন্দের সাথে কথা বলে এন্টিজেন টেস্ট করিয়েছেন তিনি। এ টেস্টে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
[৪] বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাসায় আইসোলেশনে রয়েছেন। তার শরীরে সামান্য জ্বর থাকলেও শ্বাসকষ্ট এবং অন্য কোন ধরনের সমস্যা নেই বলেও জানান পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী পিএএ।
[৫] উল্লেখ্য পলাশ উপজেলায় হঠাৎ করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে গেছে। প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন এ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ২১ জন। এখন পর্যন্ত পলাশ উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন ও মৃত্যু হয়েছে ৫ জনের।