শিরোনাম
◈ বাংলাদেশী নাগরিকদের জন্য চীনের ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে যে নতুন নির্দেশনা ◈ জনগণ রায় দিলে ৫ বছরেই দেশের ইতিবাচক পরিবর্তন করা সম্ভব: জামায়াত আমীর ◈ সহকারী শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা, সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে যেসব তথ্য ◈ রাতে ঢাকাবাসীর জন্য দুঃসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর ◈ ডাকসুর পর জাকসুতেও শিবিরের জয়জয়কার ◈ এআই মানবীকে মন্ত্রী বানিয়ে দিল বিশ্বের প্রথম দেশ আলবেনিয়া! ◈ জাকসুর নবনির্বাচিত ভিপি কে এই আবদুর রশিদ জিতু ◈ কলকাতায় সাইনবোর্ডে বাংলায় নাম লেখা বাধ্যতামূলক, না মানলে ট্রেড লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি মেয়রের ◈ জাকসুর ভিপি স্বতন্ত্রের জিতু, জিএস শিবিরের মাজহার ◈ ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে: আলী রীয়াজ

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মারা যাওয়া ৯২ শতাংশ মানুষই ভ্যাকসিনেশনের অন্তর্ভুক্ত ছিলেন না, বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী

রাকিবুল আবির: [২] ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কোনরাদ সাঙমা এক বিবৃতিতে জানান, মেঘালয়ে করোনায় মারা যাওয়া মানুষদের ৯২ শতাংশই ভ্যাকসিন নেয়নি। এনডিটিভি

[৩] তিনি আরো বলেন, ১.৬৪ শতাংশ মৃত্যুর হার নিয়ে সর্বোচ্চ মৃত্যু হারের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে মেঘালয়। তালিকায় প্রথম স্থানে আছে নাগাল্যান্ড, গড় মৃত্যুর হার ১.৯৭ শতাংশ। মেঘালয়ে এপর্যন্ত ৭৪৯ জন করোনায় প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ৬৮১ জনই ভ্যাকসিন গ্রহণ করেননি।

[৪] বুধবার দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, মেঘালয় তাদের মোট স্বাস্থ্যকর্মীদের মাত্র ৭৪ শতাংশকে ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করতে পেরেছে, মাত্র ৪৮ শতাংশ স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণে সক্ষম হয়েছে। ১৮ বছরের বেশি ও ৪৫ বছরের বেশি বয়সী লোকদের ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে মেঘালয় ভালো সাফল্য অর্জন করতে পারেনি।

[৫] মেঘালয়ের কেবল মাত্র ৮ লাখ নাগরিকই ভ্যাকসিন গ্রহণ করতে পেরেছে। এই সমস্যার অন্যতম কারণ হলো জনসচেতনতার অভাব। এই রাজ্যের বেশির ভাগ মানুষ ভ্যাকসিন নিতে দ্বিধাগ্রস্ত, এছাড়াও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়েও অনেকে ভ্যাকসিন গ্রহণ করছে না। সরকার থেকে গৃহীত জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ তেমন কোনো সুফল বয়ে আনতে পারেনি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়