শিরোনাম
◈ কৃষ্ণ সাগরে ড্রোন হামলার পর পাঁচ দিন ধরে বিপদে ১০ নাবিক, তাদের একজন বাংলাদেশি প্লাবন ◈ খালেদা জিয়াকে নিয়ে আসিফ মাহমুদের ফেসবুক পোস্ট, যা লিখলেন ◈ সব কিছু প্রস্তুত করা হচ্ছে, তারেক রহমান ফিরবেন যেকোনো সময়: আমীর খসরু ◈ পেট্রাপোলের জটিলতায় বেনাপোলে আটকে ১৫০ সুপারি ট্রাক, প্রতিদিন লাখ টাকার ক্ষতি রফতানিকারকদের ◈ বিদেশ নেওয়ার ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করা হচ্ছে: ডা. জাহিদ হোসেন (ভিডিও) ◈ মহানবীর রওজা জিয়ারতে নতুন নিয়ম ও সময়সূচি ঘোষণা ◈ আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন ◈ শেখ হাসিনা ভারতে থাকবেন কি না তাকেই সিদ্ধান্ত নিতে হবে: এস জয়শঙ্কর ◈ সাম‌নে হ‌বে ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং' ◈ ‘জুবাইদা রহমানের রাজনৈতিক সিদ্ধান্ত তার নিজস্ব’

প্রকাশিত : ১১ জুলাই, ২০২১, ০১:৩৪ দুপুর
আপডেট : ১১ জুলাই, ২০২১, ০১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মারা যাওয়া ৯২ শতাংশ মানুষই ভ্যাকসিনেশনের অন্তর্ভুক্ত ছিলেন না, বললেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী

রাকিবুল আবির: [২] ভারতের মেঘালয় রাজ্যের মুখ্যমন্ত্রী কোনরাদ সাঙমা এক বিবৃতিতে জানান, মেঘালয়ে করোনায় মারা যাওয়া মানুষদের ৯২ শতাংশই ভ্যাকসিন নেয়নি। এনডিটিভি

[৩] তিনি আরো বলেন, ১.৬৪ শতাংশ মৃত্যুর হার নিয়ে সর্বোচ্চ মৃত্যু হারের তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছে মেঘালয়। তালিকায় প্রথম স্থানে আছে নাগাল্যান্ড, গড় মৃত্যুর হার ১.৯৭ শতাংশ। মেঘালয়ে এপর্যন্ত ৭৪৯ জন করোনায় প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে ৬৮১ জনই ভ্যাকসিন গ্রহণ করেননি।

[৪] বুধবার দেশটির স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জানায়, মেঘালয় তাদের মোট স্বাস্থ্যকর্মীদের মাত্র ৭৪ শতাংশকে ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান করতে পেরেছে, মাত্র ৪৮ শতাংশ স্বাস্থ্যকর্মী ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণে সক্ষম হয়েছে। ১৮ বছরের বেশি ও ৪৫ বছরের বেশি বয়সী লোকদের ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে মেঘালয় ভালো সাফল্য অর্জন করতে পারেনি।

[৫] মেঘালয়ের কেবল মাত্র ৮ লাখ নাগরিকই ভ্যাকসিন গ্রহণ করতে পেরেছে। এই সমস্যার অন্যতম কারণ হলো জনসচেতনতার অভাব। এই রাজ্যের বেশির ভাগ মানুষ ভ্যাকসিন নিতে দ্বিধাগ্রস্ত, এছাড়াও পার্শ্বপ্রতিক্রিয়ার ভয়েও অনেকে ভ্যাকসিন গ্রহণ করছে না। সরকার থেকে গৃহীত জনসচেতনতা বৃদ্ধির পদক্ষেপ তেমন কোনো সুফল বয়ে আনতে পারেনি। সম্পাদনা: সুমাইয়া ঐশী

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়