রিয়াজুর রহমান রিয়াজ : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) চকবাজার থানা এবং বাকলিয়া থানার এই দুই ওসিকে রাজশাহী ও রংপুর রেঞ্জে বদলির আদেশ জারির পরিপ্রেক্ষিতে বদলি করা হয়।
[৩] বৃহস্পতিবার (৮ জুলাই) রাত সোয়া ১১টার দিকে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক ড. মইনুর রহমান চৌধুরীর স্বাক্ষরে আদেশ জারি করা হয়।
[৪] জানা যায়, চকবাজার থানার ওসি মো. আলমগীরকে বদলি করা হয়েছে রংপুর রেঞ্জে। আর বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে বদলি করা হয়েছে রাজশাহী রেঞ্জে।
[৫] এদিকে গত ৭ জুলাই পুলিশের সহকারী মহাপরিদর্শক (এআইজি) (পার্সােনেল ম্যানেজমেন্ট-২) শাহজাদা মো.আসাদুজ্জামান স্বাক্ষরিত পৃথক আদেশে এ বদলি করা হয়েছে।
[৬] এতে বলা হয়েছে, চকবাজার থানার ওসি মোহাম্মদ আলমগীরকে রাজশাহী রেঞ্জে ও বাকলিয়া থানার ওসি রুহুল আমিনকে রংপুর রেঞ্জে বদলি করা হয়েছে। পর্ববর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে এ বদলি আদেশ কার্যকর হবে। সম্পাদনা: হ্যাপি