রাশিদ রিয়াজ : ইরানে কোভিডের ন্যাশনাল টাস্ক ফোর্সের মুখপাত্র আলিরেজা রায়েসি বলেছেন তার দেশে ৮১ লাখ কোভিড টিকা বিতরণের পর ৭০ লাখের বেশি মানুষ তা গ্রহণ করেছে। এরা সবাই প্রথম ডোজ টিকা নিয়েছেন। আগামী শুক্রবার আরো ১৫ লাখ কোভিড টিকা ইরানে এসে পৌঁছাচ্ছে এবং ফার্সি মোরদাদ মাস নাগাদ আরো ৫০ থেকে ৬০ লাখ ডোজ টিকা আমদানি করা হচ্ছে। তিনি বলেন ইরানি নাগরিকদের টিকা দেওয়ার পরিমান আরো দ্রুত বৃদ্ধি পাবে। একই সঙ্গে ইরানে ৩ লাখ ৮০ হাজার ডোজ টিকা উৎপাদন হয়েছে। কোভ-ইরান বারাকাত নামে এ টিকার ৪০ হাজার ডোজ বিতরণ করা হয়েছে।
ইরানে কোভিড টিকাদান কর্মসূচিতে আমদানিকৃত টিকা ছাড়াও দেশটিতে উৎপাদিত টিকা ব্যবহার করা হচ্ছে। ইরানের তৈরি দুটি টিকা উৎপাদন হচ্ছে। এছাড়া রাশিয়া থেকে স্পুটনিক টিকা আমদানি ছাড়াও তা দেশটিতে উৎপাদন শুরু হয়েছে। মেহর