জেরিন আহমেদ: [২] দেশের কিংবদন্তি সংগীতশিল্পী এন্ড্রু কিশোরের চলে যাওয়ার এক বছর আজ মঙ্গলবার(৪জুলাই)। দীর্ঘ ১০ মাস ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে গত বছরের এই দিনে না ফেরার দেশে পাড়ি জমান তিনি।
[৩] বন্ধু-বান্ধব, ঘনিষ্ঠজন থেকে শুরু করে এ দিনটিতে শিল্পীকে স্মরণ করছেন তার অসংখ্য ভক্ত।
[৪] এই দিনে ৪০ বছরের বন্ধু ও সহকর্মীকে নিয়ে কয়েক লাইনে স্মৃতিচারণা করেছেন মিডিয়াব্যক্তিত্ব হানিফ সংকেত।
[৫] হানিফ সংকেত লিখেছেন: দেখতে দেখতে একটি বছর হয়ে গেলো কিশোর নেই। বিশ্বাস করতে মন চায় না, অথচ এটাই সত্যি। এন্ড্রু কিশোর-বাংলা গানের ঐশ্বর্য। যার খ্যাতির চাইতে কণ্ঠের দ্যুতি ছিলো বেশি। যার কাছে গানই ছিলো জীবন-মরণ, গানই ছিলো প্রাণ। এই গানের জন্যই কিশোর পেয়েছে প্লেব্যাক সম্রাটের উপাধি। গানের জন্যই মানুষ তাঁকে ভালোবাসতো। অবশেষে মরণব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ে পরাজিত হয়ে গত বছরের এই দিনে সবাইকে কাঁদিয়ে পৃথিবী ছেড়ে বিদায় নেয় সবার প্রিয় এন্ড্রু কিশোর।