রাকিবুল আবির: [২] করোনার জরুরি অবস্থা মোকাবেলার জন্য ইন্দোনেশিয়াকে ৪০ লাখ ডোজ মডার্না ভ্যাকসিন অনুদান দেবে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউজের একটি বিবৃতিতে এ তথ্য প্রকাশ করা হয়। এনিয়ে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলেভানের মধ্যে ফোনালাপ হয় বলেও জানানো হয় সেই বিবৃতিতে। এদিকে, জরুরি অবস্থা মোকাবেলা এবং সংক্রমণ ও মৃত্যুর হার কমানোর জন্য শনিবার থেকে লকডাউন জারী করে দেশটি। আলজাজিরা
[৩] ঐ বিবৃতিতে বলা হয়েছে, যতো দ্রæত সম্ভব কোভ্যাক্স প্রোগ্রামের মাধ্যমে বিশ্বব্যাপী করোনার ভ্যাকসিন সরবরাহ করা হবে। এই অনুদান ইন্দোনেশিয়ার জনগণকে করোনার সঙ্গে লড়াইয়ের ক্ষেত্রে সহায়তা প্রদান করবে।
[৪] শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ১২ দিনে ইন্দোনেশিয়ায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৫ হাজার ৮৩০ জন এবং মৃত্যুর সংখ্যা ৫৩৯।
[৫] দেশটির রাজধানী জাকার্তার গভর্নর আনিস বাসয়েদান শুক্রবার এক সংবাদ সম্মেলনে বলেন, গত ফেব্রæয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৭ হাজার থেকে বেড়ে ৭৮ হাজারে এসে দাঁড়িয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী