ডেস্ক নিউজ: নেতাই নদীর বাঁধ ভেঙে ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার নিন্মাঞ্চলের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে।
স্থানীয়রা জানায়, দুইদিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে বুধবার (৩০ জুন) গামারীতলা ইউনিয়নের কলসিন্দুর এলাকার নেতাই নদীর বেড়িবাঁধ ও দক্ষিণ মাইজপাড়া রহমতের বাজারের পাশে নেতাই নদীর বাঁধ ভেঙে প্রবল বেগে পানি প্রবেশ করে নিন্মাচঞ্চলে। এতে গামারীতলা, দক্ষিণমাইজপাড়া, ঘোঁষগাও, বাঘবেড়, পোড়াকান্দুলিয়া, ধোবাউড়া সদর ইউনিয়নের অন্তত ২০টি গ্রামের অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়ে।
ফলে ওইসব এলাকার ৩০ হাজার মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে রাস্তাঘাট, বীজতলা, ফসলি জমি, মাছের খামার। পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। সূত্র: ডিবিসি টিভি