শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ জুলাই, ২০২১, ১২:৪২ রাত
আপডেট : ০১ জুলাই, ২০২১, ১২:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরের রাজৈরে হত্যা চেষ্টা মামলায় চেয়ারম্যানসহ গ্রেপ্তার-২১

আকাশ আহম্মেদ সোহেল: [২] উপজেলার আমগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান টিপুসহ ২১ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত (২৯ জুন) মঙ্গলবার স্বেচ্ছাসেবক লীগ নেতা বিচরন সরকার (৩৫) এর বড় ভাই বিজয় সরকারের করা হত্যা চেষ্টা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৩০ জুন) সকাল ৮ টার দিকে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

[৩] স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার আমগ্রাম ইউনিয়নের সেনখালী গ্রামে বঙ্গবন্ধু আশ্রয়ন পল্লী নির্মাণের প্রস্তুতি নেন উপজেলা প্রশাসন। এতে সরকারি সম্পত্তি দখলকারীরা ফুসে উঠেন। পরে খাল ভরাট করে আশ্রয়ন পল্লী করা হচ্ছে বলে অভিযোগ এনে প্রকল্পের কজে বাধা দেন। তবে খালটি দীর্ঘদিন যাবত সচল না থাকা সত্ত্বেও হাজার হাজার একর ফসলী জমিতে চাষাবাদ ব্যহত হওয়ার অভিযোগ আনেন তারা। এমনকি আশ্রয়ন প্রকল্পের কাজ বন্ধ করার জন্য আমগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিচরন সরকার বিভিন্ন দপ্তরে লিখিত দেন। এরই জের ধরে গত (২৫ জুন) শুক্রবার বিকালে আমগ্রাম বাজারে বিচরণ ও স্থানীয় চেয়ারম্যান টিপুর লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে চেয়ারম্যানের লোকজন বিচরনকে মারধর করে। এ খবর পেয়ে সেনগ্রামের লোকজন ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর করে এবং চেয়ারম্যানকে অবরুদ্ধ করে রাখে।

[৪] পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনা শুনে পুলিশ আসলে তাদের উপরেও হামলা চালায় এবং রাজৈর থানার ওসিসহ ৭ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ ৬৬ রাউন্ড ফাঁকা গুলি ছেড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে চেয়ারম্যানকে উদ্ধার করে। এ ঘটনায় শনিবার (২৬ জুন) ইউনিয়ন পরিষদ ভাংচুর ও পুলিশের উপর হামলা বিষয় উল্লেখ করে রাজৈর থানার এসআই মীর নাজমুল হাসান বাদি হয়ে একটি মামলা করা হয়। ওই মামলাটিতে এক হাজার জনকে আসামী করা হয়েছে। এরপর বিচরণকে হত্যা চেষ্টার অভিযোগ এনে তার বড় ভাই বিজয় একটি মামলা করেন। বিজয়ের করা মামলায় অভিযুক্ত চেয়ারম্যানসহ ২১ জন বুধবার (৩০) জুন সকালে রাজৈর থানায় এসে আত্মসমর্পণ করেন। এছাড়া ওই চেয়ারম্যানও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

[৫] মামলার তদন্তকারী এসআই মীর নাজমুল হাসান জানান, বিচরন সরকারকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে তার ভাই বিজয় সরকার রাজৈর থানায় মামরা করে। সেই মামলায় ইউপি চেয়ারম্যান টিপুকে প্রধান আসামীসহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়। আজ বুধবার সকালে অভিযুক্ত চেয়ারম্যানসহ ২১ জন থানায় এসে আত্মসমর্পণ করেছেন। তাদের সকালেই মাদারীপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

[৬] রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন হাওলাদার জানান, পুলিশের মামলা ও চেয়ারম্যানের অভিযোগ তদন্তাধীন অবস্থায় রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়