সাকিবুল আলম : [২] শনিবার একটি বিবৃতিতে পাকিস্তানের নিরাপত্তা সংস্থা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে। বুধবার হাফিজ সাইদের বাসার সামনে গাড়ি বোমা হামলার ঘটনায় তিন জন নিহত ও ২১ জন আহত হয়। টাইমস অব ইন্ডিয়া
[৩] হাফিজ সাইদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ২০০৮ সালের মুম্বাই সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন। তিনি লস্করে তৈয়্যবা নামক জঙ্গি সংগঠনের সহপ্রতিষ্ঠাতা এবং নিষিদ্ধ ঘোষিত জামাতউদ্দাওয়ার প্রধান।
[৪] সন্ত্রাস বিরোধী অধিদপ্তরের তিনটি দলকে করাচি, পেশোয়ার ও শেইখুপুরাতে তথ্য সংগ্রহের জন্য পাঠানো হয়েছে। পাঞ্জাব আইনমন্ত্রী বাশারাত রাজা জানান, বোমা হামলার ঘটনায় সন্দেহভাজন ৮ জনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। সম্পাদনা: সুমাইয়া ঐশী