শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ২৬ জুন, ২০২১, ০১:২৯ রাত
আপডেট : ২৬ জুন, ২০২১, ০৩:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কায় নিহত ২, আহত ১

আবুল বাশার শেখ: [২] ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে পেছন দিক থেকে একটি দ্রুতগতীর পিকআপ ধাক্কা দিলে দুই আরোহীর মৃত্যু ও পিকআপ চালক আহত হয়েছেন।

[৩] শুক্রবার দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

[৪] নিহতরা হলেন- শেরপুর সদর উপজেলার জঙ্গলদিয়া এলাকার মৃত দুদু শেখের ছেলে আজিজুর রহমান (৪৮) এবং একই উপজেলার মৃত আজিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৫৫)। আহত হয়েছেন আজিজ এর ছেলে মোঃ রমজান (২৬)।

[৫] ভালুকা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা আল মামুন বলেন, ‘ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা নিশিন্দা এলাকায় একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকার উদ্দেশে শেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগতির একটি মিনি পিকআপ ওই ট্রাকের পেছনের দিকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ট্রাকের নিচে ডুকে যায়।

[৬] তিনি বলেন, ‘পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে আমরা ঘটনাস্থলে এসে ট্রাকের পেছন থেকে পিকআপটি বের করি। এ সময় পিকআপের সামনের অংশ কেটে চালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করতে পারলেও তার সঙ্গে থাকা দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হই। গুরুতর আহত চালক রমজানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

[৭] ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচাজ মো. মশিউর রহমান বলেন, ধারণা করা হচ্ছে পিকআপ ভ্যানের চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটে। পিকআপ ভ্যানটি শেরপুর থেকে কাঁচামাল নিয়ে গাজীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে দু’জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর লাশ উদ্ধার করে তাদের হেফাজতে নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়