শিরোনাম
◈ দেশে এলো তারেক রহমানের ‘বিশেষ সুবিধাসম্পন্ন’ ২ কোটি ৭৬ লাখ টাকার গাড়ি! ◈ এবার নিজের নামে ভুয়া মাহফিলের প্রচারণায় ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারী ◈ গুম মামলার শুনানিতে তাজুল–পান্না বাগবিতণ্ডা, ট্রাইব্যুনালের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ ◈ ইন্ডিগোর কর্মী সংকটে তিন দিনে ৩০০টির বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী ◈ প্রতিযোগীদের আগ্রাসী বাজার দখল, বাংলাদেশের রফতানিতে চাপ বাড়ছে ◈ সিইসির সঙ্গে বৈঠকে বিএনপির সাফ বার্তা: সময়মতো নির্বাচন চাই ◈ ভোক্তা অধিদপ্তরে কী কী ক্ষেত্রে অভিযোগ করতে পারবেন, কীভাবে করবেন ◈ বন ও বন্যপ্রাণী সুরক্ষায় দুটি যুগান্তকারী অধ্যাদেশ পাস ◈ হঠাৎ গাড়ি থামিয়ে ‘গুলি কর’ বলতে থাকে তিন ব্যক্তি: রাজস্ব কর্মকর্তার ভাষ্য ◈ ডিএমপি’র ৫০ থানার ওসি পদে রদবদল

প্রকাশিত : ২৫ জুন, ২০২১, ০৩:১১ রাত
আপডেট : ২৫ জুন, ২০২১, ০৩:১১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গভীর রাতে মেসির ঘুম ভাঙিয়ে ‘হ্যাপি বার্থডে’ গাইতে গাইতে ঘরে ঢুকে সতীর্থরা (ভিডিওসহ)

নিউজ ডেস্ক: হঠাৎ হইহই করে চিৎকার করতে করতে সেই ঘরে ঢুকে পড়লেন সতীর্থরা। শুনে ধড়মড় করে উঠে বসলেন তিনি। সতীর্থদের আগমনের খবর শোনার পর অবশ্য তার মুখে একগাল হাসি।

বৃহস্পতিবার জন্মদিনটা এভাবেই কাটালেন আর্জেন্টাইন ফুটবল রাজপুত্র লিওনেল মেসি। রাতে তিনি যখন ঘুমোচ্ছেন, তখনই হাতে উপহারের প্যাকেট এবং শ্যাম্পেনের বোতল নিয়ে ‘হ্যাপি বার্থডে’ গাইতে গাইতে তার ঘরে ঢুকে পড়েন সতীর্থরা। আলো জ্বালিয়ে সমস্বরে মেসিকে জন্মদিনের শুভেচ্ছা জানান।

সতীর্থদের থেকে এ রকম উপহার পেয়ে আপ্লুত হয়ে পড়েন মেসি। প্রত্যেকের উপহার খুলে খুলে দেখতে থাকেন। সেখানেও একপ্রস্থ মজা। বাকিরা মেসিকে তার পছন্দের সুগন্ধি, খাবার ইত্যাদি উপহার দিলেও এক সতীর্থ তাকে উপহার দেন স্যানিটাইজারের বোতল। মেসির অন্যতম পছন্দের সতীর্থ অ্যাঙ্গেল ডি মারিয়া তাকে একটি কালো রংয়ের টুপি উপহার দেন।

প্রায় প্রত্যেকবারই জাতীয় দলের সঙ্গেই জন্মদিন কাটিয়েছেন মেসি। শুরু সেই ২০০৪ থেকে। সে বার জন্মদিনের পরের দিনই আর্জেন্টিনা ফুটবল সংস্থার অনুশীলন কেন্দ্রে প্রথম বার প্রবেশ করেছিলেন তিনি। কালক্রমে শুধু আর্জেন্টিনা নয়, বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে উঠেছেন মেসি।

চারটি বিশ্বকাপ এবং ছয়টি কোপা আমেরিকায় নিজের জন্মদিন পালন করেছেন জাতীয় দলের সতীর্থদের সঙ্গে। তবে এটাই সম্ভবত শেষ বার। সামনের বছর বিশ্বকাপ হবে অক্টোবর-নভেম্বরে। জাতীয় দলের জার্সিতে সেটাই হয়তো মেসির শেষ অভিযান হতে যাচ্ছে।

কোপা আমেরিকায় মঙ্গলবার ভোরে মেসিরা খেলবে বলিভিয়া বিপক্ষে।

https://twitter.com/i/status/1408060767027535872

  • সর্বশেষ
  • জনপ্রিয়