শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের নতুন নির্দেশনা হাইকোর্টের ◈ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরীর পদত্যাগ ◈ হঠাৎ করে ওএমএসের চাল-আটা বিক্রি বন্ধ, বিপাকে দরিদ্র মানুষেরা ◈ দেশে ফিরতে সপরিবারে হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান (ভিডিও) ◈ এবার ভারতের অরুণাচল প্রদেশ চায় চীন, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বৃদ্ধির দিকেও ইঙ্গিত: পেন্টাগনের প্রতিবেদন ◈ ঢাকা মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত ◈ সংকট কাটিয়ে যেভাবে বিএনপির শীর্ষ নেতৃত্বে উঠে এলেন তারেক রহমান ◈ লোভে রাজনৈতিক দলের অস্তিত্ব সংকটে: হাসনাত আবদুল্লাহ’র সমাবেশে হুঁশিয়ারি (ভিডিও) ◈ দেশকে আরও স্বনির্ভর করা সম্ভব: প্রধান উপদেষ্টা ◈ ইন্টারনেট বন্ধে নিষেধাজ্ঞা, নাগরিক নজরদারি দণ্ডনীয়—নতুন টেলিযোগাযোগ অধ্যাদেশ অনুমোদিত

প্রকাশিত : ২২ জুন, ২০২১, ০৩:৪৬ দুপুর
আপডেট : ২২ জুন, ২০২১, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দায়িত্ব ছাড়লেন ইউনিস খান, চান না কোন তিক্ততা

স্পোর্টস ডেস্ক : [২] খুব কম কোচই আছেন যারা পাকিস্তান দলের দায়িত্ব ছেড়েছেন ঝামেলা ছাড়া। হয়তো বোর্ডের কোচকে নিয়ে বিরাট অভিযোগ থাকে, নয়তো কোচের বোর্ডের বিরুদ্ধে অভিযোগের পাহাড়! তিক্ততা থাকে দুই পক্ষেরই।

[৩] এবার বিরল এক দৃষ্টান্ত স্থাপন করলেন ইউনিস খান ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আলোচনার ভিত্তিতে দুজনের পথ আলাদা হয়েছে।

[৪] মঙ্গলবার (২২ জুন) পাকিস্তান ক্রিকেট দলের ব্যাটিং কোচের পদ ছাড়েন ইউনিস খান। গত নভেম্বরে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের দলের ব্যাটিং কোচ হয়েছিলেন তিনি। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তার মেয়াদ ছিল। কিন্তু আট মাস যেতে না যেতেই দায়িত্ব থেকে সরে এলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

[৫] একসঙ্গে তিন সাবেক ক্রিকেটারকে জাতীয় দলের জন্য নিয়োগ দিয়েছিল পিসিবি। ওয়াকার ইউনিসকে বোলিং কোচ, ব্যাটিং কোচ হিসেবে ইউনিস খান এবং হেড কোচ হিসেবে মিসবাহ-উল-হক নিয়োগ পেয়েছিলেন। সঙ্গে ছিলেন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। বাকিরা দায়িত্ব চালিয়ে গেলেও ইউনিস নিজ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছেন।

[৬] তার দায়িত্বপালন কালে পাকিস্তানের মিশ্র ফল এসেছে। নিউ জিল্যান্ড ও ইংল্যান্ডে পাঁচ টেস্টে দুটিতে ড্র করেছে, হেরেছে তিনটিতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়েতে তিন ফরম্যাটেই জিতেছে। পাশাপাশি জিম্বাবুয়েতে দল সাফল্যের মুখ দেখেছে। পাকিস্তানের দায়িত্ব ছাড়ার পর ইউনিসের পরবর্তী ঠিকানা কোথায় তা এখনও নিশ্চিত নয়।

[৭] তবে কোচিং পেশায় থাকবেন পাকিস্তানের হয়ে ১১৮ টেস্ট, ২৬৫ ওয়ানডে খেলা এ ক্রিকেটার। ব্যাটিংয়ে টেস্টে ১০০৯৯ রান করেছেন। ওয়ানডেতে তার রান ৭২৪৯। ২০০৯ সালে পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন তিনি।- পাক ক্রিকেট টাইমস্

  • সর্বশেষ
  • জনপ্রিয়