আকবর হোসেন : [২] সাতক্ষীরা'র শ্যামনগরে ৭০ টি ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ ঘরের ভিডিও কনফারেন্সর মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে।
রবিবার ২০ জুন সকাল ১০.৩০ মিনেটে শ্যামনগর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম দ্বিতীয় পর্যায়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় শ্যামনগরে ৭০টি ভূমিহীন পরিবারকে জমি ও ঘরের শুভ উদ্বোধন করেন বাংলার রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
[৩] উক্ত অনুষ্ঠানে শ্যামনগর সহকারী কমিশনার( ভূমি) মোঃ শহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস,এম আতাউল হক দোলন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক সাইদ-উজ-জামান সাইদ,মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব ডলি,উপজেলা আওয়ামীলীর সহ-সভাপতি অধক্ষ জাফরুল আলম,যুগ্ম সম্পাদক স,ম আব্দুর সাত্তার, প্রভাষক মোশারাফ হোসেন,থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হুদা সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
[৪] এই সময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরীপুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী,বুড়িগোয়ালিনী ইউপি,চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল,রমজানগর ইউপি চেয়ারম্যান আল- মামুন,পদ্মাপুকুর ইউপি চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান, ভুরুলিয়া ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, মুন্সীগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সমগ্রঅনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুর আলম।সম্পাদনা : সাদেক আলী