রাকিবুল আবির : [২] দিল্লির উপ মুখ্যমন্ত্রী মনিষ সিসোদিয়া শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেন, দেশের জন্য প্রাণ দেওয়া প্রত্যেকের পরিবারকে শহীদ হিসেবে গণ্য করে তাদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়া হবে। দি ইকোনমিক টাইমস, দি হিন্দুস্তান টাইমস
[৩] এই শহীদরা হলেন- দিল্লি পুলিশের এসিপি সঙ্কেত কৌষিক এবং হাবিলদার বিকাশ কুমার, ইন্ডিয়ান এয়ার ফোর্সের এনসি রাজেশ কুমার, ফ্লাইট লেফটেন্যান্ট সুনিত মোহানটি ও স্কোয়াড্রন লিডার মীত কুমার এবং সিভিল ডিফেন্সের প্রবেশ কুমার। সম্পাদনা: সুমাইয়া ঐশী