শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৮ জুন, ২০২১, ০৪:২৪ দুপুর
আপডেট : ১৮ জুন, ২০২১, ০৪:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খাগড়াছড়িতে রোববার ১৯’শ ৬৩ ভূমিহীন পরিবার পাবে ঘরের চাবি

মোবারক হোসেন:[২] মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান(২য় পর্যায়) উপলক্ষেসংবাদ সম্মেলন করেছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। ১৮জুন শুক্রবার সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসন সার্কিট হাউস মিলনায়তনে এই সংবাদ সম্মেলন করেন জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস।

[৩] সংবাদ সম্মেলনে তিনি বলেন, মুজিববর্ষে ‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ওগৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। আগামী ২০ জুন উপকারভোগী পরিবারের নিকট হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন।

[৪] উল্লেখ্য, খাগড়াছড়ি জেলার ৯ টি উপজেলার জন্য ৩৫৮৯ টি পরিবারের জন্য গৃহ নির্মাণের বরাদ্দ পাওয়া গেছে। প্রথম পর্যায়ে ২৬৮ টি ঘর হস্তান্তর করা হয়েছে। আগামী রোববার ১ হাজার ৯শ ৬৩ পরিবারকে ঘরের চাবি হস্তান্তর করা হবে। এর মধ্যে মহালছড়িতে ২শ ২১ খাগড়াছড়ি সদর উপজেলায় ১শ৭৫, দীঘিনালায় ২শ৯১, পানছড়িতে ৩শ৭, রামগড়ে ৯১, গুইমারায় ১০৯, মাটিরাঙায় ১শ৯৩, মানিকছড়িতে ২শ৭৩ এবং লক্ষ্মীছড়িতে ৪ ’শ১২ পরিবারের মাঝে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হবে। অবশিষ্ট ১৩৫৮টি গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়