শিরোনাম
◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা ◈ কুমিল্লা-৪: হাসনাত আব্দুল্লাহর মনোনয়ন বহাল, অবৈধই থাকল বিএনপি প্রার্থীর ◈ ডিসি-ইউএনও-নির্বাচন কর্মকর্তাদের প্রতি আলী রীয়াজের বিশেষ আহ্বান ◈ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে : তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুন, ২০২১, ০২:৩৪ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২১, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুষ্টিয়ার খোকসায় মাছ চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

আব্দুম মুনিব: [২] কুষ্টিয়া : কুষ্টিয়ার খোকসা উপজেলায় মাছ চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

[৩] মঙ্গলবার (১৫ জুন) ভোরে কুষ্টিয়ার খোকসা উপজেলা মোড়াগাছা রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম জসিম উদ্দিন। তিনি একই গ্রামের রওশন আলীর ছেলে।

[৪] স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে উপজেলার খোকসা ইউনিয়নের আইয়ুব আলী বিশ্বাসের বাড়ির পাশের পুকুরে মাছ চুরি করতে যায় জসিম উদ্দিন। এ সময় বিষয়টি টের পেয়ে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাস ও তার লোকজন তাকে পিটুনি দেয়। পরে হাসপাতালে নেওয়ার পর সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

[৫] নিহত যুবকের বড়ভাই হাসিম শেখ জানান, রাতে আর্জেন্টিনা খেলা দেখতে যায় জসিম উদ্দিন। খেলা দেখে সেখান থেকে ফেরার পথে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে পিটিয়ে আহত করে। ঘটনাস্থল থেকে একজন আমাকে জানান, জসিম উদ্দিনকে চেয়ারম্যানের বাড়িতে তার লোকজন পেটাচ্ছে। সেখানে গেলে তারা আমাকেও পিটিয়ে মারবে বলে জানায় সে। পরে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে এসে ভাইকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক জসিম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

[৬] খোকসা থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে ঘোষণা করেন। তদন্ত চলছে বলে জানান ওসি।

[৭] এ বিষয়ে জানতে খোকসা ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী বিশ্বাসের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেনি। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়