শিরোনাম
◈ বিটিআরসি কার্যালয়ে হামলা-ভাঙচুরের ঘটনায় আটক ২৮ ◈ মানবাধিকার সংগঠনের চোখে বাংলাদেশে 'মব সন্ত্রাস' উদ্বেগজনক, থামছে না কেন ◈ দেশের স্বার্থে বিএনপি-জামায়াত একসাথে কাজ করবে: জামায়াত আমির  (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টার সঙ্গে বাংলা‌দে‌শে আসা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হলো না কেন? ◈ নেতৃত্ব বদলালেও সার্কের স্বপ্ন শেষ হয়নি: প্রধান উপদেষ্টা ◈ তারেক রহমানের সঙ্গে জামায়াত আমিরের সাক্ষাৎ ◈ তারেক রহমানের সাথে ডাকসু ভিপির সাক্ষাৎ, রাজনীতিতে নিজেদের মধ্যে ভিন্নতা বা বিভাজন থাকাটা গণতান্ত্রিক সৌন্দর্য ◈ বিমানের রেকর্ড মুনাফা: আয় ১১ হাজার কোটি ছাড়াল, লাভ বেড়েছে ১৭৮ শতাংশ ◈ বিটিআরসি ভবনে হামলা, আটক ৩০ ◈ মোবাইল ফোন আমদানিতে ট্যাক্স কমল, দেশীয় উৎপাদনেও বড় ছাড়: প্রেসসচিব

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি, আক্রান্ত ৩৪

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়ায় হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী। উপজেলায় গত ২৪ ঘন্টায় ১১ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৮৫.৫ শতাংশ। এ নিয়ে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ৩৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে।

[৩] হাসপাতালের করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. শাহ-আলম রুবেল জানিয়েছেন, উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৭ জন, দোহাকুলা ইউনিয়নে ৫ জন, দরাজহাট ইউনিয়নে ৩ জন, বাসুয়াড়ী ও রায়পুর ইউনিয়নে ২ জন করে ৪ জন, জহুরপুর, বন্দবিলা ও ধলগ্রাম ইউনিয়নে ১ জন করে ৩ জন, পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডে ৩ জন করে ৬ জন, ৭ নং ওয়ার্ডে ১ জন ও যশোর সদরের লেবুতলা ইউনিয়নে ১ জনসহ মোট ৩৪ জন করোনায় আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ৩ জন রোগীকে এখনো শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার ৬ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, মানুষ সচেতন না হওয়ায় ও সরকারী নির্দেশনা না মানায় হঠাৎ করে আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৩৪ জন আক্রান্তের মধ্যে ৪ জন হাসপাতালের আইশোলেসানে ও বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনের শনাক্ত অনুযায়ী বাঘারপাড়ায় করোনা ভয়াবহ রুপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাস্ক পরাসহ নির্দেশনা মানার জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের সাথে পরামর্শ করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনায় আক্রান্তদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়