শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১০ জুন, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ১০ জুন, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাঘারপাড়ায় হঠাৎ করে করোনা সংক্রমণ বৃদ্ধি, আক্রান্ত ৩৪

আজিজুল ইসলাম: [২] যশোরের বাঘারপাড়ায় হঠাৎ করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। প্রতিদিনই শনাক্ত হচ্ছে করোনা আক্রান্ত রোগী। উপজেলায় গত ২৪ ঘন্টায় ১১ জনের নমুনা পরীক্ষায় ১০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ৮৫.৫ শতাংশ। এ নিয়ে উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকায় মোট ৩৪ জন করোনা আক্রান্ত রোগী রয়েছে।

[৩] হাসপাতালের করোনা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডা. শাহ-আলম রুবেল জানিয়েছেন, উপজেলার নারিকেলবাড়িয়া ইউনিয়নে ৭ জন, দোহাকুলা ইউনিয়নে ৫ জন, দরাজহাট ইউনিয়নে ৩ জন, বাসুয়াড়ী ও রায়পুর ইউনিয়নে ২ জন করে ৪ জন, জহুরপুর, বন্দবিলা ও ধলগ্রাম ইউনিয়নে ১ জন করে ৩ জন, পৌর এলাকার ৮ ও ৯ নং ওয়ার্ডে ৩ জন করে ৬ জন, ৭ নং ওয়ার্ডে ১ জন ও যশোর সদরের লেবুতলা ইউনিয়নে ১ জনসহ মোট ৩৪ জন করোনায় আক্রান্ত রয়েছেন। এর মধ্যে ৩ জন রোগীকে এখনো শনাক্ত করা যায়নি। বৃহস্পতিবার ৬ জনের নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

[৪] উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম বলেন, মানুষ সচেতন না হওয়ায় ও সরকারী নির্দেশনা না মানায় হঠাৎ করে আবারো করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে। ৩৪ জন আক্রান্তের মধ্যে ৪ জন হাসপাতালের আইশোলেসানে ও বাকীরা বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। প্রতিদিনের শনাক্ত অনুযায়ী বাঘারপাড়ায় করোনা ভয়াবহ রুপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

[৫] উপজেলা নির্বাহী অফিসার তানিয়া আফরোজ জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাস্ক পরাসহ নির্দেশনা মানার জন্য জনসাধারণকে সতর্ক করা হচ্ছে। তিনি আরো বলেন, স্বাস্থ্য বিভাগের সাথে পরামর্শ করে লকডাউনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনায় আক্রান্তদের কঠোর নজরদারিতে রাখা হচ্ছে। সম্পাদনা : সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়