শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩১ মে, ২০২১, ০১:০৩ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২১, ০১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও এক চিকিৎসকের মৃত্যু

ডেস্ক নিউজ: রোববার (৩০ মে) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফরিদুল আলম মৃত্যুবরণ করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালটির পরিচালক (প্রশাসন) নুরুল হক।

তিনি বলেন, প্রফেসর ডা. ফরিদুল আলম করোনা আক্রান্ত হয়ে মাসখানেক ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার পাশাপাশি বিভিন্ন জটিলতায় ভুগছিলেন তিনি। সর্বশেষ আইসিইউ সাপোর্টও দেওয়া হয় তাঁকে। কিন্তু আর বাঁচানো যায়নি।

বিএমএ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক ডা. ফয়সল ইকবাল চৌধুরী বাংলানিউজকে বলেন, ডা. ফরিদুল আলম চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৭তম ব্যাচের ছাত্র ছিলেন। তাঁর গ্রামের বাড়ি লোহাগাড়ায়। চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৪ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

বিএমএ’র তথ্য অনুযায়ী, সারাদেশে মৃত্যু হয়েছে ১৫৬ জন চিকিৎসকের। দেশে করোনায় প্রথম চিকিৎসকের মৃত্যু হয় ২০২০ সালের ১৫ এপ্রিল। এরপর জুন মাসে মারা যান ৪৫ জন। চলতি বছরের এপ্রিলে মারা যান ২২ জন এবং মে মাসে মৃত্যুবরণ করেন ৩ জন। সূত্র: বাংলা নিউজ, দেশ নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়