রাকিবুল রিফাত: [২] রোববার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন নিউজিল্যান্ডে পৌঁছান। সেখানে কুইন্সটাউনের একটি রির্সোটে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্নসহ নিউজিল্যন্ড সরকারের বিভিন্ন কর্মকর্তাদের সঙ্গে দেখা করেন তিনি। করোনা পরবর্তী সময়ে দুই দেশের মধ্যকার বর্ডার খুলে দেওয়ার পর প্রথমবারের মতো মুখোমুখি দেখা করলেন এই দুই রাষ্ট্রপ্রধান। আল আরাবিয়া
[৩] দুই দেশের মধ্যে পর্যটন খাত খুলে দেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা করেন তারা।
[৪] চীনের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের জেরে প্রযুক্তি খাতের ফাইভ জি তালিকা থেকে চীনা প্রতিষ্ঠান হুয়াইয়ের নাম প্রত্যাহার করে অস্ট্রেলিয়া। একই সঙ্গে করোনার উৎপত্তি নিয়ে চীনের বিপক্ষে তীব্র মন্তব্য করে দেশটি। যার পরিপ্রেক্ষিতে চীন অস্ট্রেলিয়ার কিছু রপ্তানি পণ্য আটকে দেয়।
[৫] একদিনের এই সফরে মরিসনকে নিউজিল্যন্ডের ঐতিহ্যবাহী মৌরি নৃত্য প্রদর্শনের মাধ্যমে অর্ভ্যথনা জানানো হয়। করোনা পরবর্তী সময়ে মরিসনই প্রথম কোনও সরকারপ্রধান, যিনি নিউজিল্যন্ড সফর করলেন। এর আগে দুই দেশের নাগরিকদের জন্য কোয়ারেন্টাইন বিহীন ভ্রমণ চালু করা হয়। জেসিন্ডা বলেন, আমাদের সম্পর্ক অনেক গভীর মহামারীর সময় আমরা একসঙ্গে কাজ করবো। সম্পাদনা: সুমাইয়া ঐশী