মাহামুদুল পরশ: [২] দেশটির সিভিল এভিয়েশনের ডিরেক্টর জেনারেল এক বিবৃতিতে বিমান ভ্রমণ নিষেধাজ্ঞার সময়সীমা বাড়ানোর ঘোষণা দেন। বিবৃতিতে তিনি বলেন, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। আল আরাবিয়া
[৩] চলতি মাসের ৩১ তারিখ পর্যন্ত জারী ছিলো এর আগের মেয়াদের নিষেধাজ্ঞা। করোনার প্রথম ঢেউয়ের সংক্রমণ শুরু হওয়ার পর গত বছরের মার্চ থেকেই এই নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তারপর থেকে বেশ কয়েকবার অভ্যন্তরীণ বিমান যোগাযোগ খুলে দেওয়া হলেও করোনার দ্বিতীয় ঢেউয়ের শুরুতে আবারও বন্ধ করে দেওয়া হয়। এমিরেটস নিউজ
[৪] করোনা মহামারির মধ্যেই এয়ার বাবল চুক্তির মাধ্যমে বিশেষ শর্তে ২৭টি দেশের সঙ্গে বিমান যোগাযোগ চালু রাখা হয়েছিলো। তবে করোনার দ্বিতীয় ঢেউয়ে টানা বেশ কয়েকবার সংক্রমণে নিজেদের রেকর্ড ভেঙে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দেশটি। সম্পাদনা: সুমাইয়া ঐশী