বিনোদন ডেস্ক : বলিউড ও হলিউড তারকা প্রিয়াংকা চোপড়া তার ক্যারিয়ারে সফলতার শীর্ষে উঠেছেন প্রতিভার গুণেই। তবে সফলতার শীর্ষে উঠলেও জীবনের অনেক ব্যর্থতা নিয়ে মুখ খুলেছেন সম্প্রতি।
ভোগ অস্ট্রেলিয়া ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বললেন, ‘কেউই সবসময় জেতে না। আমিও অনেক যুদ্ধে হেরে গেছি। এমন অনেক সিনেমায় কাজ করেছি, যেগুলো কেউই দেখেনি। ব্যর্থতা কাটিয়ে উঠে কী করছেন সেটাই আসল কথা। আমার মতে জীবন হচ্ছে লম্বা একটা সিঁড়ি। যার শেষ ধাপ বলে কিছু নেই।’
ক্যারিয়ারে সফলতার জন্য বার বার নিজের পরিশ্রমের কথাই বলেছেন। বোঝাতে চেয়েছেন, সবসময় সবার পরিবারভাগ্য জোটে না। পাশ্চাত্য মিডিয়ায় এশীয়দের সফলতা পেতে অনেক বেগ পেতে হয় উল্লেখ করে তিনি বলেন, ‘এশীয় হিসাবে আমাদের সব সময় শুনতে হয়েছে যে আমাদের অনেক বেশি দৌড়াতে হবে। আমি নিজেকে একজন শীর্ষ নারী অভিনেতা হিসেবে দেখতে চেয়েছি। ১০ বছর পর যেন বলতে পারি একটা জায়গায় পৌঁছাতে পেরেছি। এর জন্য আমাকে যতটা কষ্ট করতে হয়েছে ততটা হয়ত পরবর্তী প্রজন্মকে করতে হবে না। কোনও দক্ষিণ এশীয়কে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিষ্ঠিত হতে অন্তত ১০ বছর সংগ্রাম করতে হবে না আমার মতো।’
এদিকে বলিউডের এক সময়কার ‘জংলি বিল্লি’-খ্যাত প্রিয়াংকা করোনাকালেও ব্যস্ত সময় পার করছেন। অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজ তার রুটিন হয়ে দাঁড়িয়েছে। আপাতত স্বামী নিককে সঙ্গে নিয়ে ভারতের কোভিড পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অর্থ সংগ্রহের কাজ করছেন কোমর বেঁধে। সূত্র: হিন্দুস্তান টাইমস