শিরোনাম
◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫ ◈ আ.লীগ থাকলে জামায়াত থাকবে, জামায়াত থাকলে আ.লীগ থাকবে : মাহফুজ ◈ এনসিটি বিদেশিদের দিতে চুক্তির বিরোধিতায় চট্টগ্রাম বন্দরে দুই দিনের ধর্মঘটের ডাক ◈ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা, আহত ২ ◈ সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে অস্ট্রেলিয়াকে ২২ রা‌নে হারা‌লো পাকিস্তান ◈ ফুটসাল চ্যাম্পিয়ন ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করলেন অ‌ধিনায়ক সাবিনা খাতুন  ◈ বিশ্বকা‌পে ভারত-পাকিস্তান ম্যাচের জন‌্য নিরাপত্তায় অস্ত্রধারী কমা‌ন্ডো ইউ‌নিট মোতা‌য়েন কর‌বে শ্রীলঙ্কা ◈ বেশি দামে তেল বিক্রির প্রস্তাবে তোপের মুখে বিপিসি ◈ মাসে আড়াই হাজার টাকার সহায়তা, ‘ফ্যামিলি কার্ড’র বিস্তারিত তুলে ধরলেন তারেক রহমান (ভিডিও)

প্রকাশিত : ২৪ মে, ২০২১, ০৭:৩২ বিকাল
আপডেট : ২৪ মে, ২০২১, ০৭:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশের সামনে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে উঠার হাতছানি

মাহিন সরকার: [২] তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে জিতে বিশ্বকাপ সুপার লিগে বড় লাফ দিয়েছে টাইগাররা। উঠে এসেছে সেরা চারে। মঙ্গলবার ২৫ মে দ্বিতীয় ওয়ানডেতে লঙ্কানদের হারালেই সবার শীর্ষে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। একই সাথে প্রথমবার ওয়ানডেতে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জিতবে বাংলাদেশ।

[৩] সুপার লিগে সাত ম্যাচ খেলে চার ম্যাচ জিতেছে বাংলাদেশ। পয়েন্ট ৪০ বাংলাদেশের সমান পয়েন্ট নিয়ে নেট রান রেটে এগিয়ে থাকায় এক, দুই ও তিনে আছে যথাক্রমে ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওয়ানডে ম্যাচ জিতলে এ তিন দলকে টপকে যাবে বাংলাদেশ। শুধু তাই নয়, এ ম্যাচ জিতলে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজ হারাবে বাংলাদেশ।

[৪] পরিসংখ্যান বলছে, ২০০২ সাল থেকে এই সিরিজের আগ পর্যন্ত দেশে বিদেশে দুই দল মোট ৮টি সিরিজ খেলেছে। যেখানে ৬ সিরিজেই জয়ের উল্লাসে ভেসে মাঠ ছেড়েছে লংকানরা। বাকি দুটি সিরিজ হয়েছে ড্র। ২০১৩ সালের মার্চে লংকায় তিন ম্যাচ সিরিজের ওয়ানডে খেলতে গিয়েছিল সফরকারি বাংলাদেশ। সেবার সিরিজের প্রথম ও তৃতীয় ওয়নেডে নির্বিঘ্নে গড়ালেও দ্বিতীয় ম্যাচটি ৫ ওভার শেষে বৃষ্টি বাঁধায় পণ্ড হয়। ওই সিরিজে মুশফিকরা প্রথম ওয়ানডে হারলেও তৃতীয় ওয়ানডে জিতে সিরিজে সমতায় আনে।

[৫] কাকতালীয়ভাবে ২০১৭ সালে টাইগারদের শ্রীলংকা সফরের ওয়ানডে দ্বিতীয় ম্যাচটিও ভেসে গিয়েছিল। এই ম্যাচে অবশ্য নিজেদের পুরো ইনিংসেই ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন উপল থারাঙ্গারা। কিন্তু বাংলাদেশের ইনিংস পণ্ড হয় বৃষ্টির দাপটে। ওই সফরে মাশরাফিরা প্রথম ম্যাচটি জিতলেও হেরেছিল তৃতীয়টি। বৃষ্টির কারণে সিরিজ ড্রয়ের সাফল্য নিয়ে দেশে ফিরেন মাশরাফিরা।

[৬] এদিকে মঙ্গলবার ২৫ মে ম্যাচেও কাকতালীয়ভাবে দেখা দিয়েছে বৃষ্টির সম্ভাবনা। ঘুর্নিঝড় ‘ইয়াস’ এর প্রভাবে আগামীকাল সারাদিন হতে পারে বৃষ্টি। এতে পন্ড হতে পারে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। তৃতীয় ওয়ানডেতেও একই পরিস্থতির কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে দুই ম্যাচই যদি বৃষ্টিতে পন্ড হয় তবে শীর্ষে উঠবে বাংলাদেশ কিন্তু লঙ্কানদের বিপক্ষে সিরিজ জেতা হবেনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়