শিরোনাম
◈ ‘আমরা থানা পুড়িয়েছি, এসআইকে জ্বালিয়ে দিয়েছি’ : বৈষম্যবিরোধী নেতা ◈ টিকে থাকলেও থমকে গেল গতি—২০২৫ সালে বাংলাদেশের অর্থনীতির বাস্তব চিত্র ◈ সৌদি আরবে বাংলাদেশি কর্মী প্রেরণে নতুন রেকর্ড ◈ অধ্যাদেশ জারি: অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি এক কোটি টাকা ◈ এ মাসের মধ্যেই হাদি হত্যাকাণ্ডে জড়িতদের মুখোশ উন্মোচন করা হবে: নৌ উপদেষ্টা ◈ বাংলা‌দে‌শের টি-টোয়েন্টি বিশ্বকাপ দ‌লে নেই শান্ত ◈ হলফনামায় চমক: জোনায়েদ সাকির চেয়ে স্ত্রীর সম্পদ অনেক বেশি ◈ নি‌জের মাঠেই হোঁচট খে‌লো লিভারপুল ◈ বাছাইয়ের প্রথম দিনে বিএনপি-জামায়াতসহ হেভিওয়েট যেসব প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হলো ◈ গণভোটে ‘হ্যাঁ’ দিলে কী পাবেন, ‘না’ দিলে কী পাবেন না

প্রকাশিত : ২৩ মে, ২০২১, ০৩:২৬ দুপুর
আপডেট : ২৩ মে, ২০২১, ০৩:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইংলিশ লিগে রাতে ম্যানসিটি ও এভারটন, লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস মুখোমুখি

স্পোর্টস ডেস্ক: [২] ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে ২৩ রোববার মুখোমুখি হচ্ছে সব দল। বাংলাদেশ সময় রাত ৯ টায় একযোগে শুরু হবে দশটি খেলা। তবে সবার চোখ থাকবে চেলসি, লিভারপুল ও লেস্টার সিটির ম্যাচের দিকে। এই তিন দলের যেকোন একটির খেলা হবে না চ্যাম্পিয়ন্স লিগ।

[৩] আগেভাগেই চ্যাম্পিয়নশিপ নিশ্চিত করা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ শক্তিশালী এভারটন। টেবিলের আটে থাকা এভারটনের ইউরোপা লিগ নিশ্চিত করতে হলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই।

[৪] অন্যদিকে, ম্যানচেস্টার সিটির জন্য আগামী সপ্তাহের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার সুযোগ। ইতিহাদ স্টেডিয়ামে একাদশে রদবদল করতে পারেন পেপ গার্দিওলা আর এটিই সুযোগ কার্লো আনচেলত্তির এভারটনের জন্য। রেকর্ডও ভরসা দিচ্ছে তাদের। সবশেষ ১৪ অ্যাওয়ে ম্যাচে এভারটনের পরাজয় মাত্র একটি।

[৫] মাঝপথে খেই হারানো লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগ স্পট নিশ্চিত করতে শেষ রাউন্ডে মুখোমুখি হবে ক্রিস্টাল প্যালেসের। এই ম্যাচের আগে পর্তুগিজ স্ট্রাইকার দিয়েগো জোটার ইনজুরি নিয়ে চিন্তিত কোচ ইয়র্গেন ক্লপ। ক্রিশ্চিয়ান বেনটেকের খেলা অনিশ্চিত ক্রিস্টালের হয়ে।

[৬] প্যালেসের বিপক্ষে লিভারপুলের রেকর্ড দারুণ। টানা ৭ ম্যাচ জিতেছে তারা এই দলটির বিপক্ষে। এর মধ্যে গত ডিসেম্বরে রয়েছে ৭-০ গোলের সেই বিশাল জয়। প্যালেসের কোচ হিসেবে রয় হজসনের বিদায়ী ম্যাচ এটি। - দ্য সান/ যমুনাটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়