শিরোনাম
◈ একমাত্র বিদেশি সামরিক ঘাঁটি থেকে গোপনে কেন সৈন্য সরালো ভারত? ◈ রাজনাথ সিংয়ের মন্তব্যে কড়া প্রতিক্রিয়া ঢাকার: ‘অযথার্থ ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ ◈ কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি ও বদনা নিয়ে গেলো এনজিও! ◈ ডরি ফিসের নামে কী খাচ্ছেন? বাজারে 'ডরি ফিস' খুঁজতে গিয়ে সামনে এলো ভয়ংকর তথ্য!(ভিডিও) ◈ বাংলা‌দেশ জিত‌লো তামিমের সেঞ্চুরিতে, সি‌রিজ শেষ হ‌লো সমতায়  ◈ তোপের মুখে হ্যান্ডকাপ পরা অবস্থায় ছাত্রলীগ কর্মীকে ছেড়ে দিল পুলিশ (ভিডিও) ◈ ‘ফজু পাগলা’ উপাধি যারা দিয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই: ফজলুর রহমান ◈ সরকার থেকে পদত্যাগ নিয়ে যা বললেন আসিফ মাহমুদ ◈ ২০২৬ সালের জুনের মধ্যে বাতিল হবে ৬ ধরনের দলিল: আসছে সম্পূর্ণ ডিজিটাল ভূমি ব্যবস্থা ◈ আগামী নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত : ২২ মে, ২০২১, ০৯:৫৫ সকাল
আপডেট : ২২ মে, ২০২১, ০৯:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নতুন শনাক্ত ১৩৭ জন

দিদারুল আলম:[২] করোনায় চট্টগ্রাম মৃত্যুহীন দিন দেখেছিল গত ২৭ এপ্রিল। এরপর টানা ২৫ দিন অর্থাৎ বৃহস্পতিবার (২০ মে) পর্যন্ত একের পর এক প্রাণ কেড়েছে ক্ষুদ্র এই ভাইরাসটি। গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ১৬৮টি নমুনা পরীক্ষা করে কোভিড রোগী শনাক্ত হয় ১৩৭ জন। তবে নতুন করে এ জেলায় কারও মৃত্যু হয়নি।

[৩] সিভিল সার্জন কার্যালয় থেকে শনিবার (২২ মে) সকালে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবসহ ৯টি ল্যাবে চট্টগ্রামের নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয় ৩৭ জনের।

[৪] বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাব ৫০১টি নমুনা পরীক্ষা করে ২৩ জনের দেহে করোনার জীবাণু পেয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ১৫ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ৭৮টি নমুনা পরীক্ষা করে।

[৫] চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ১৪৩ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৯ জন। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৫৮টি নমুনা থেকে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

[৬] এছাড়া নগরীর বেসরকারি ল্যাব শেভরনে ১২৮টি পরীক্ষা করে ১০ জন, ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৬৩টি পরীক্ষা করে ২০ জন এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১২টি নমুনা পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

[৭] জেনারেল হাসপাতাল রিজিওন্যাল টিউবারকুলোসিস র‌্যাফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এদিন কোনো নমুনা পরীক্ষা করা না হলেও মেডিক্যাল সেন্টার হাসপাতাল ল্যাবে ১৬টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে ৫ জনের।

[৮] চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, করোনা আক্রান্ত ১৩৭ জনকে শনাক্ত করা হয়েছে গত ২৪ ঘণ্টায়। নতুন আক্রান্তদের মধ্যে নগরীতে ৯৮ জন এবং উপজেলায় ৩৯ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৪ জন। আর মৃত্যু হয়েছে ৫৯৩ জনের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়