শিরোনাম
◈ ঢাকায় তাপমাত্রা বেড়েছে জাতীয় গড়ের চেয়ে বেশি, স্বাস্থ্য ও অর্থনীতি হুমকির মুখে ◈ ভুয়া জুলাই শহীদ-যোদ্ধাদের নাম তালিকা থেকে বাদ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা: মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ◈ কুয়াকাটা সৈকত থেকে আবারও অর্ধগলিত মরদেহ উদ্ধার ◈ আদমদীঘিতে ভাঙা রেললাইনে কম্বল গুঁজে ১৮ ঘন্টা ট্রেন চলাচল ◈ জুলাই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে কাজ করতে হবে : প্রধান উপদেষ্টা  ◈ ব্যক্তি বিবেচনায় এলএনজি কেনা হচ্ছে না, পিটার হাসের কোম্পানি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা ◈ বিসিএস পরীক্ষা: কর্মসূচির সময় পরিবর্তন করল জামায়াত ◈ চশমা ছাড়াই স্পষ্ট দেখা সম্ভব, কার্যকর আই ড্রপ উদ্ভাবন ◈ যেসব বিষয়ে গুরুত্ব পাচ্ছে নতুন বেতন কাঠামোতে  ◈ আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরা‌য়েল‌কে বহিষ্কারের দাবি জানা‌লেন স্পেনের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৮:২৫ রাত
আপডেট : ১৮ মে, ২০২১, ০৮:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রধানমন্ত্রীর কাছে বাফুফের ভিশন নিয়ে ছুটবেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক: [২] ফুটবল উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাবেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। ফুটবল উন্নয়নের জন্য দুটি জিনিস প্রয়োজন তার দৃষ্টিতে, উন্নতি করতে লাগবে ভিশন এর সাথে লাগবে অর্থ। শুধু অর্থ থাকলেই হবে না আবার শুধু ভিশন থাকলেই হবে না। দু’টিরই সমন্বয় লাগবে।

[৩] বাফুফে ভিশন নিয়ে আর্থিক সহায়তার জন্যই মূলত প্রধানমন্ত্রীর কাছে যাবে। এই প্রসঙ্গে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, করোনাকালীন সময় কেটে গেলে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল নিয়ে আলোচনা করব। ক্রীড়া প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রীর সঙ্গেও আলোচনা করব। সরকারের কাছ থেকে আর্থিক সহায়তা পাওয়া না পাওয়ার উপরই মূূলত নির্ভর করছে ফুটবলের ভবিষ্যত, সহায়তা পেলে ফুটবলে একটি সুন্দর এবং ভালো জায়গায় যাবে। না হলে এভাবেই চলে যাবে।

[৪] মঙ্গলবার ১৮ মে দুপুরে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শীর্ষ তিন ক্লাবের কোচ ও কর্মকর্তাদের সঙ্গে বসেছিলেন বাফুফে সভাপতি। ক্লাবগুলোর কোচের সঙ্গে জাতীয় দলের সিলেকশন ও বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন সালাউদ্দিন। বাফুফে সভাপতি বসুন্ধরা কিংস, শেখ রাসেল ক্রীড়া চক্র ও ঢাকা আবাহনীর কোচ এবং কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বাফুফে সভাপতি। বৃহস্পতিবার সাইফ স্পোর্টিং, শেখ জামাল ও ঢাকা মোহামেডানের কোচ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন সালাউদ্দিন।

[৫] নেপালে জাতীয় দলের ব্রিটিশ হেড কোচ জেমি ডে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশকে চ্যাম্পিয়ন না করাতে পারায় তার প্রতি নাখোশ বাফুফে। কোচের দল নির্বাচন নিয়েও কি বাফুফে অসন্তুষ্ট? এমন প্রশ্নের উত্তরে অবশ্য নেতিবাচক কিছু বলেননি সালাউদ্দিন, জাতীয় দল গঠন হয় লিগের দুইশ ফুটবলারদের মধ্য থেকে। দুইশ ফুটবলারকে ক্লাব কোচরা কাছ থেকে দেখেন। তিন কোচই বলেছে দল নির্বাচন ঠিকই রয়েছে। এর বাইরে তেমন খেলোয়াড়ও নেই নেয়ার মতো।

[৬] জাতীয় দলে প্রায় সব দু’একটি ক্লাব খেলোয়াড় ছাড়তে গড়িমসি। চলমান ক্যাম্পে ৩৩ জনের মধ্যে ১০ জনই কিংসের ফুটবলার। ক্লাবগুলোর খেলোয়াড় ছাড়া না ছাড়ার বিষয়ে বাফুফে সভাপতি বলেন, ক্লাবগুলোরও অধিকার রয়েছে খেলোয়াড় তাদের কাছে রাখার। এ সব বিষয় নিয়েও কথাবার্তা হয়েছে। মাঝে মধ্যে খানিকটা মিস কমিউনিকেশন হয় এজন্য এ রকম হয়। - ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়