শিরোনাম
◈ ইতালিকে ৪-১ গো‌লে হা‌রি‌য়ে বিশ্বকাপে নরওয়ে ◈ মধ্যরাতে কিশোরগঞ্জের গ্রামীণ ব্যাংকে আগুন ◈ পা‌কিস্তা‌নের কা‌ছে হোয়াইটওয়াশ হ‌লো শ্রীলঙ্কা ◈ পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংক শাখায় অগ্নিসংযোগের চেষ্টা ◈ শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আলোচিত যতো রায় ◈ এবার আইপিএলে ৭৭ ক্রিকেটার নিলামে বিক্রি হবে, ২৩৭ কোটি রু‌পি ফ্র্যাঞ্চাইজিদের হাতে ◈ রায় ঘোষণার আগে সজীব ওয়াজেদের হুঁশিয়ারি: ‘আওয়ামী লীগের নিষেধাজ্ঞা না উঠলে নির্বাচন ঠেকাব, সহিংসতা অনিবার্য’ ◈ মুশফিকুর র‌হিম ভাই আমাদের জন‌্য অনেক বড় অনুপ্রেরণা ◈ আমার মায়ের কিছু হবে না, ভারত তাঁকে সম্পূর্ণ সুরক্ষা দিচ্ছে: সজীব ওয়াজেদ জয় ◈ জুলাই অভ্যুত্থার মামলার রায় আজ: ট্রাইব্যুনালে সাবেক আইজিপি হাজির

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবসর না ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: [২] এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৮ সালের মে মাসে। এরপর তিন বছর ধরে জাতীয় দলে তার ফেরার গুঞ্জন চলেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কই নাকি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আগ্রহ দেখান।

[৩] অবসরের ঘোষণা দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলছিলেন ডি ভিলিয়ার্স। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরের বছরের বিশ্বকাপেই ফেরার আগ্রহ দেখান তিনি। যদিও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাতে সাড়া দেয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ফেরার ব্যাপারে খবর শোনা যাচ্ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হলে পরে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা জেগেছিল, যার ইতি টানলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

[৪] এই বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলেন ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে নাকি আলোচনা করেছিলেন তিনি। তা আর হচ্ছে না। মঙ্গলবার ১৮ মে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, ডি ভিলিয়ার্স অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন না।

[৫] ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে দেশের চতুর্থ শীর্ষ ব্যাটসম্যান তিনি এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-টোয়েন্টি দিয়ে এখনও বিশ্বে নজর কাড়ছেন। এবারের আইপিএল স্থগিত হওয়ার আগে বেঙ্গালুরুর হয়ে ছয় ইনিংসে করেন ২০৭ রান, ৫১.৭৫ গড় এবং ১৬৪.২৮ স্ট্রাইক রেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়