শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৮ মে, ২০২১, ০৬:৪২ বিকাল
আপডেট : ১৮ মে, ২০২১, ০৬:৫৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অবসর না ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন ‘মিস্টার ৩৬০ ডিগ্রি’ ডি ভিলিয়ার্স

স্পোর্টস ডেস্ক: [২] এবি ডি ভিলিয়ার্স আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ২০১৮ সালের মে মাসে। এরপর তিন বছর ধরে জাতীয় দলে তার ফেরার গুঞ্জন চলেছে। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়কই নাকি আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে আগ্রহ দেখান।

[৩] অবসরের ঘোষণা দিয়ে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি প্রতিযোগিতায় খেলছিলেন ডি ভিলিয়ার্স। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পরের বছরের বিশ্বকাপেই ফেরার আগ্রহ দেখান তিনি। যদিও ক্রিকেট দক্ষিণ আফ্রিকা তাতে সাড়া দেয়নি। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তার ফেরার ব্যাপারে খবর শোনা যাচ্ছিল। কিন্তু করোনার কারণে তা স্থগিত হলে পরে এই বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দেখার সম্ভাবনা জেগেছিল, যার ইতি টানলো ক্রিকেট দক্ষিণ আফ্রিকা।

[৪] এই বছরের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলেন ডি ভিলিয়ার্স। টুর্নামেন্টের মাঝপথে দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচারের সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে নাকি আলোচনা করেছিলেন তিনি। তা আর হচ্ছে না। মঙ্গলবার ১৮ মে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানিয়েছে, ডি ভিলিয়ার্স অবসরের সিদ্ধান্ত বদলাচ্ছেন না।

[৫] ৩৭ বছর বয়সী ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান। টেস্ট ক্রিকেটে দেশের চতুর্থ শীর্ষ ব্যাটসম্যান তিনি এবং ওয়ানডে ও টি-টোয়েন্টিতে দ্বিতীয়। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ালেও টি-টোয়েন্টি দিয়ে এখনও বিশ্বে নজর কাড়ছেন। এবারের আইপিএল স্থগিত হওয়ার আগে বেঙ্গালুরুর হয়ে ছয় ইনিংসে করেন ২০৭ রান, ৫১.৭৫ গড় এবং ১৬৪.২৮ স্ট্রাইক রেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়