শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ মে, ২০২১, ০২:১১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২১, ০২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

’ফিট’ থাকতে পারলেন না বাহুবলী নায়িকা

বিনোদন ডেস্ক:  করোনায় গৃহবন্দি থেকে বাহুবলী নায়িকা আনুষ্কা শেঠির যে এমন হাল হবে তা ভাবেনি  কেউ। দোহারা গড়নের যে নায়িকার ফিগার চমকে দিত ভক্তদের। এবার  মোটা চেহারার আনুষ্কাকে দেখে চমকে গেলেন ভক্তরা। কপালে পড়লো চিন্তার ভাজ! সমকাল

সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে এ অভিনেত্রীর একটি ছবি। তবে ছবিটিতে বাড়তি ওজন,নো মেক আপ লুক থাকা সত্বেও  নজর কেড়েছে অনুষ্কার গাল ভরা হাসি।

তবে আনুষ্কার এমন রূপ কোনও নতুন  সিনেমার জন্য নয়। কেবল করোনায় ঘরবন্দি থেকেই এমন হাল  বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

তবে গণমাধ্যমটি এও জানিয়েছে, গত বছরের ডিসেম্বরে নিজের বন্ধুদের সঙ্গে যখন হরিদ্বার ভ্রমণে গেছিলেন তিনি। এই ছবি তোলা হয়েছিল তখন। তবে অনুষ্কার এই নো মেক-আপ লুকে দর্শকদের নজর কেড়েছে তার মুখের মিষ্টি হাসিও। ক্যাজুয়াল পোশাক,এলোমেলো করে চূড়ো করে বাঁধা চুলের সঙ্গে গালভরা হাসির অনুষ্কার প্রশংসায় মুগ্ধ নেটদুনিয়া।

https://twitter.com/Yeruvaka99/status/1392720387205582850?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1392720387205582850%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=http%3A%2F%2Fonlinebn.samakal24.com%2Farticle%2F61984%2F2021_05

ট্রোল করার বদলে নেটিজেনরা অনুষ্কার ওই ছবির কমেন্ট বক্সে আক্ষেপ জানিয়েছেন যে বহুদিন ধরে তারা তাদের প্রিয় অভিনেত্রীকে দেখতে পাচ্ছে না। এমনকি বিগত কয়েক মাসে এই প্রথম প্রকাশ্যে এলো অনুষ্কার অদেখা কোনও ছবি। তবে নিজের এই ছবি নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য আসেনি অনুষ্কার পক্ষ থেকে।

জানা গেছে, এইমুহূর্তে বেঙ্গালুরুতে নিজের পরিবারের সঙ্গে রয়েছেন এই অভিনেত্রী। করোনা আতঙ্কের ফলে শ্যুটিংও নাকি আপাতত বন্ধই রেখেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়