শিরোনাম
◈ 'এখনই তত্ত্বাবধায়ক' দাবি থেকে কেন সরে এলো বিএনপি ও জামায়াত? ◈ ভূমিকম্পে কেঁপে উঠলো কলকাতাও ◈ আর্থিক দুর্নীতির মামলায় প্রিয়াঙ্কা গান্ধীর স্বামীর বিরুদ্ধে দিল্লির আদালতে চার্জশিট জমা ◈ হামজা চৌধুরীর অভিনন্দন বার্তা পে‌য়ে বিস্মিত মুশফিকুর র‌হিম ◈ ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প ◈ ভারত–বাংলাদেশ নিরাপত্তা সংলাপ: দুই দিনের বৈঠকে ‘ইতিবাচক বার্তা’ ◈ পেশাগত নিরাপত্তা, স্বাস্থ্য ও কর্মক্ষেত্র নিরাপত্তায় বৈপ্লবিক অগ্রগতি—আইএলওর ১০টি মৌলিক দলিল অনুমোদন করলো বাংলাদেশ ◈ প্রবাসী ভোটারদের রেকর্ড সাড়া—পোস্টাল ভোট অ্যাপে কোরিয়া-জাপান এগিয়ে ◈ সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণে সম্মতি খালেদা জিয়ার ◈ আজ সশস্ত্র বাহিনী দিবস

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে হামলা চালিয়ে কৃষকের বসতবাড়ি ভাংচুর আহত৩

এইচ এম মিলন:[২] মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালাম হোসেন নামে এক কৃষকের বততবাড়ি হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে । এ সময় বাঁধা দিলে মহিলাসহ একই পরিবারের ৩জন আহত হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী ওই কৃষক।

[৩] ভুক্তভোগী ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর গ্রামের কৃষক কালাম হোসেনের সঙ্গে একই এলাকার মোঃ ইব্রাহীমের বেশ কিছু দিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এর জের ধরে ইব্রাহীম ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে হামলা চালিয়ে কালামের বসতবাড়ি ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিলে কালাম হোসেনসহ(৫০) তার পরিবারের তিনজন আহত হন।

[৪] আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় মোঃ কালাম হোসেন বাদী হয়ে কালকিনি থানায় মামলা দায়ের করেন।ভুক্তভোগী কালাম হোসেন বলেন, বিনা কারনে ইব্রাহীম আমার বাড়ি ভাংচুর করেছে। আমি তার বিচার চাই।

[৫] অভিযুক্ত ইব্রাহীম ঘটনা অস্বীকার করে বলেন, কালামের বাড়ি আমি ভাংচুর করিনি।এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়