শিরোনাম
◈ দেশের রাজনৈতিক গভীরভাবে পর্যবেক্ষণ করছেন কূটনীতিকরা ◈ ত্রিপুরায় নিহত ৩ বাংলাদেশি ছিলেন চোরাচালানকারী: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়  ◈ ডিবি হারুন-অর-রশিদের ‘মুখোমুখি ইউনূস’ ভিডিও ভুয়া: যুক্তরাষ্ট্রে তিনি প্রকাশ্যে আসেননি ◈ জুলাই সনদে সই করেছেন যেসব দলের নেতারা ◈ ডিএমপির ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল ◈ আমেরিকায় গ্রিন কার্ড লটারি থেকে ৩ বছরের জন্য বাদ ভারত ◈ অর্থবছরের প্রথম ৩ মাসে রেকর্ড রাজস্ব আদায় ◈ আবারও জেন জি’দের বিক্ষোভ, এবার উত্তাল পেরু, পদত্যাগে অস্বীকৃতি প্রেসিডেন্ট হোসে জেরির, জরুরি অবস্থা জারি (ভিডিও) ◈ আসামে সেনা ক্যাম্পে উলফা জঙ্গিদের গুলিবর্ষণ, তিন সেনা সদস্য আহত ◈ জুলাই সনদ স্বাক্ষরের দিনে ‘জুলাই যোদ্ধাদের রাস্তায় নামা লজ্জাজনক’, মন্তব্য জামায়াত আমির শফিকুর রহমানের

প্রকাশিত : ০৮ মে, ২০২১, ০২:২৮ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২১, ০২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালকিনিতে হামলা চালিয়ে কৃষকের বসতবাড়ি ভাংচুর আহত৩

এইচ এম মিলন:[২] মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালাম হোসেন নামে এক কৃষকের বততবাড়ি হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে । এ সময় বাঁধা দিলে মহিলাসহ একই পরিবারের ৩জন আহত হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী ওই কৃষক।

[৩] ভুক্তভোগী ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর গ্রামের কৃষক কালাম হোসেনের সঙ্গে একই এলাকার মোঃ ইব্রাহীমের বেশ কিছু দিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এর জের ধরে ইব্রাহীম ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে হামলা চালিয়ে কালামের বসতবাড়ি ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিলে কালাম হোসেনসহ(৫০) তার পরিবারের তিনজন আহত হন।

[৪] আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় মোঃ কালাম হোসেন বাদী হয়ে কালকিনি থানায় মামলা দায়ের করেন।ভুক্তভোগী কালাম হোসেন বলেন, বিনা কারনে ইব্রাহীম আমার বাড়ি ভাংচুর করেছে। আমি তার বিচার চাই।

[৫] অভিযুক্ত ইব্রাহীম ঘটনা অস্বীকার করে বলেন, কালামের বাড়ি আমি ভাংচুর করিনি।এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়