এইচ এম মিলন:[২] মাদারীপুরের কালকিনিতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কালাম হোসেন নামে এক কৃষকের বততবাড়ি হামলা চালিয়ে ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে । এ সময় বাঁধা দিলে মহিলাসহ একই পরিবারের ৩জন আহত হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে থানায় একটি মামলা করেছে ভুক্তভোগী ওই কৃষক।
[৩] ভুক্তভোগী ও সরেজমিন সুত্রে জানাগেছে, পৌর এলাকার কাশিমপুর গ্রামের কৃষক কালাম হোসেনের সঙ্গে একই এলাকার মোঃ ইব্রাহীমের বেশ কিছু দিন ধরে বাড়ির জমি নিয়ে দ্বন্ধ চলে আসছিল। এর জের ধরে ইব্রাহীম ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে হামলা চালিয়ে কালামের বসতবাড়ি ভাংচুর করে। এসময় তাদের বাঁধা দিলে কালাম হোসেনসহ(৫০) তার পরিবারের তিনজন আহত হন।
[৪] আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এদিকে হামলার ঘটনায় মোঃ কালাম হোসেন বাদী হয়ে কালকিনি থানায় মামলা দায়ের করেন।ভুক্তভোগী কালাম হোসেন বলেন, বিনা কারনে ইব্রাহীম আমার বাড়ি ভাংচুর করেছে। আমি তার বিচার চাই।
[৫] অভিযুক্ত ইব্রাহীম ঘটনা অস্বীকার করে বলেন, কালামের বাড়ি আমি ভাংচুর করিনি।এ ব্যাপারে কালকিনি থানার ওসি ইশতিয়াক আসফাক রাসেল বলেন, বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।সম্পাদনা:অনন্যা আফরিন