শিরোনাম
◈ ঘুমন্ত স্ত্রী-সন্তানসহ ৬ জনের শরীরে পেট্রল ঢেলে আগুন, দুজনের মৃত্যু ◈ ভেস্তে যাওয়ার দ্বারপ্রান্তে যুদ্ধবিরতি: গাজায় ‘শক্তিশালী’ হামলা চালানোর নির্দেশ নেতানিয়াহুর ◈ সোনার দাম একলাফে কমলো সাড়ে ১০ হাজার টাকা ◈ ইতালিতে রেসিডেন্স পারমিট পাওয়ায় শীর্ষ তিনে বাংলাদেশিরা ◈ গাজায় ইসরাইলপন্থী পক্ষপাতের অভিযোগে নিউইয়র্ক টাইমস বয়কটের ঘোষণা ১৫০-রও বেশি লেখক ও শিল্পীর ◈ বিপুলসংখ্যক জামিন প্রশ্নে তিন বিচারপতির কাছে কোনো ব্যাখ্যা নয়, তথ্য চাওয়া হয়েছে: সুপ্রিম কোর্ট ◈ ক্ষোভে জ্বলছে ভারতীয়রা : পাক জেনারেলকে ড. ইউনূসের দেওয়া উপহারের মানচিত্রে ভারতের সাত রাজ্য! ◈ জটিলতা কাটেনি গণভোটের সময় নিয়ে, দুই মেরুতে বিএনপি-জামায়াত ◈ কতটুকু জায়গা ছাড়তে হয় বাড়ি করার সময়, জেনে নিন আইনে কী আছে ◈ লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

প্রকাশিত : ০৩ মে, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ০৩ মে, ২০২১, ০৫:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সড়কের কাজে অনিয়ম, কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা

লালমনিরহাট প্রতিনিধি: [২] জেলার হাতীবান্ধায় প্লাসাইটিং কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় লোকজন।

[৩] সোমবার দুপুরে অনিয়মের অভিযোগে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের পারুলিয়া তফশিলী উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে পুকুরের ধারে নির্মিত ওই প্লাসাইটিংয়ের কাজটি বন্ধ করে দেয় স্থানীয়রা।

[৪] জানা গেছে, ভোটমারী থেকে হাতীবান্ধা পর্যন্ত ১২ কিলোমিটার প্রকল্পের কাজটি করছে মায়নুদ্দিন বাঁশী নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। এর প্রাকল্পিত ব্যয় প্লাসাইটিংয়ের জন্য ধরা হয় ১৬ কোটি ৫০ লক্ষ টাকা।

[৫] পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবুল আলম সাদাত বলেন, এলাকার কিছু লোকের ভীড় দেখে ঘটনাস্থলে গিয়ে দেখি ১ বস্তা সিমেন্টের সঙ্গে ৬ সিএফটি বালু ও ১২ সিএফটি খোয়া মিশ্রন করে কাজ করছে। অথচ ঢালাইয়ের ক্ষেত্রে ১ বস্তা সিমেন্টের সঙ্গে ৪ সিএফটি বালু ও ৮ সিএফটি খোয়া থাকার নিয়ম থাকলেও তা মানা হয়নি।

[৬] ঠিকাদার মায়নুদ্দিন বাঁশী বলেন, আমি দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ রয়েছি।কাজের বিষয়ে সেভাবে খোঁজ খবর রাখতে পারছিনা।কাজে অনিয়ম হওয়ার কথা নয়। কাজটি নির্বাহী প্রকৌশলী যে ভাবে চাইবে, সেইভাবে হবে।

[৭] সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহাবুব আলম বলেন, কাজে কোন অনিয়ম হয়নি, উদ্বোধনে পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যানকে না ডাকায় তার ইন্ধনে তার লোকজন কাজটি বন্ধ করে দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়