শিরোনাম
◈ নতুন বিপদের সতর্কতা: প্লেট লকড, জমছে শক্তি—বাংলাদেশে বড় ভূমিকম্প সময়ের ব্যাপার মাত্র ◈ ভূমিকম্পের পর সাগরের বুক চিড়ে যেভাবে জেগে উঠেছিল সেন্টমার্টিন দ্বীপ (ভিডিও) ◈ যেসব এলাকায় শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না ◈ হাসিনার আপিল করার সুযোগ আছে: অ্যাটর্নি জেনারেল ◈ হবু স্বামীর মৃত্যুর দেড় বছর পর সন্তানের জন্ম, মাত্র ৯টি শুক্রাণু নিয়ে ইসরাইলি চিকিৎসকের অবিশ্বাস্য সফলতা! ◈ আ. লীগের নেতাকর্মী ও সমর্থকরা কাকে ভোট দিবেন, নানা অলোচনা ◈ উগান্ডাকে হারিয়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের সেমিফাইনালে ভারত ◈ পরিচয় জানা গেল পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত ৩ জনের  ◈ মৃত্যুদণ্ড, নিষেধাজ্ঞা ও পলাতক নেতৃত্ব, নেই অনুশোচনাও—কোন পথে ফিরবে আওয়ামী লীগ? ◈ ঢাকার পুরোনো ভবনগুলোর ৯০ ভাগই বিল্ডিং কোড মানে নাই: রিজওয়ানা হাসান

প্রকাশিত : ০২ মে, ২০২১, ০৭:২৭ বিকাল
আপডেট : ০২ মে, ২০২১, ০৭:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিএসএমএমইউর কনভেনশন সেন্টারে দ্বিতীয় ডোজের টিকা নিলেন ২ হাজার ১৬৪ জন

শাহীন খন্দকার: [২] বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ আরো বলেন, চলমান কঠোর লকডাউনের মাঝে ২৫ এপ্রিল পর্যন্ত প্রথম ডোজের টিকা নিয়েছেন ৫৪ হাজার ৫ শত ৬৪ জন। এদিকে রোববার পর্যন্ত দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ২৮ হাজার ৬ শত ৯০ জন।

[৩] বেতার ভবনের পিসিআর ল্যাবে গতকাল শনিবার পর্যন্ত ১ লক্ষ ৩৭ হাজার ৬ শত ৬২ জনের কোভিড-১৯ টেস্ট করা হয়েছে। এছাড়া ফিভার ক্লিনিকে ৯৩ হাজার ১ শত ৫৯ জন রোগী চিকিৎসা সেবা নিয়েছেন। তিনি বলেন, করোনা ইউনিটে রবিবার সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ৪ শত ৩৭ জন রোগী সেবা নিয়েছেন। ভর্তি হয়েছেন ৪ হাজার ৭ শত ৭৫ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৪ হাজার ২২ জন। বর্তমানে ভর্তি আছেন ১১৫ জন রোগী এবং আইসিইউতে ভর্তি আছেন ১৫ জন রোগী। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৫ জন।

[৪] এদিকে উপাচার্য অধ্যাপক ডা. মো.শারফুদ্দিন আহমেদ নিজ কার্যালয়ে প্রশাসনিক সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগসহ গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জুম মিটিংসহ পৃথক আরো ৪টি সভায় অংশ গ্রহণ করেন।

[৫] এছাড়াও তিনি ভাইরোলজি বিভাগের সভায় কোভিড ১৯ টিকাদান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা অংশ নেন। এসময়ে গোপালগঞ্জ হার্ট ফাউন্ডেশন ও গোপালগঞ্জ জেলার হৃদরোগ বিষয়ক বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়েও তিনি আলোচনা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়