শিরোনাম
◈ বরখাস্ত করা হোক কোচ গৌতম গম্ভীরকে, উত্তাল ভারতীয় সোশ্যাল মিডিয়া ◈ করোনার পর এবার ভূমিকম্প আতঙ্কে ঢাকা ছাড়ছেন মানুষ ◈ লটারিতে নির্ধারিত ৬৪ জেলার এসপি: সুষ্ঠু নির্বাচনে সরকারের নতুন উদ্যোগ ◈ মোহাম্মদপুরে ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা গুরুতর আহত ◈ জাতীয় অর্থনীতি ও কৌশলগত সম্পদে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু জনগণের নির্বাচিত সরকারের: তারেক রহমান ◈ হাসিনার সঙ্গে যোগাযোগ সম্পর্কে যা বললেন আইনজীবী পান্না ◈ দক্ষিণ এশিয়ায় জলবায়ু বিপর্যয়ের সতর্কবার্তা: ৯০% বাংলাদেশি উচ্চ ঝুঁকিতে ◈ নতুন আইনে বাতিল হচ্ছে অসংখ্য দলিল, রয়েছে জেল ও অর্থদণ্ড ◈ পুলিশ ভেরিফিকেশন বাতিল: পাসপোর্টের নতুন নিয়মে চমক ◈ আনন্দ বেদনার নারী কাবাডি বিশ্বকাপের পর্দা নাম‌লো

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২১, ০৮:১৬ রাত
আপডেট : ৩০ এপ্রিল, ২০২১, ০৮:১৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরিশালে খেলনার ভেতরে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীসহ আটক ৩

ডেস্ক নিউজ: শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানার চরবাড়িয়া ইউনিয়নের মৃত মো. তোফায়েল খানের ছেলে মো. সজল খান (২৮), তার স্ত্রী অ্যানী আক্তার লামিয়া এবং ঝালকাঠি জেলার নলছিটি থানার এলাকার মৃত. আ. হকের ছেলে শামীম হাওলাদার।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার শেখ মো. সেলিম ও সহকারী কমিশনার প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরীর নেতৃত্বে পুলিশ পরিদর্শক এইচ.এম. আবদুর রহমান মুকুলের টিম বরিশাল নগরের কোতোয়ালি মডেল থানার বাংলাবাজার মোড়ে একটি কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করেন।

অভিযানে সজল খান ও শামীম হাওলাদারকে খেলনার ভেতরে কৌশলে পাচারের সময় ৩ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া একটি মোটরসাইকেল, দুটি মোবাইল ফোন ও একটি বাচ্চাদের খেলনা সাইকেল উদ্ধার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যানুযায়ী ঝালকাঠি জেলার নলছিটি থানার দপদপিয়া ইউনিয়নে সজলের ভাড়া বাসায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় সজলের সহযোগী ও তার স্ত্রী অ্যানী আক্তার লামিয়াকে আটক করা হয়। সূত্র: বাংলা নিউজ

ডিবি পুলিশের অতিরিক্ত উপ- কমিশনার শেখ মো. সেলিম জানান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. শাহাবুদ্দিন খানের নির্দেশনায় নগরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে ডিবিসহ অন্যান্য ক্রাইম ডিভিশন।

যার ফলশ্রুতিতে এ চক্রটিকে পুলিশের জালে ধরা পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, চক্রটি কৌশল অবলম্বন করে দীর্ঘদিন যাবৎ কুরিয়ার মাধ্যমে বাচ্চাদের খেলনা গাড়ির ভেতরে সিট কাভারের নিচে অভিনব কায়দায় প্লাষ্টিক কেটে ইয়াবা পাচার করে আসছিলো।

আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা দেওয়া হয়েছে। পাশাপাশি চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়