রাহুল রাজ :[২] দ্বিতীয় টেস্টেও প্রকৃতি বাধ সাধছে। ক্যান্ডিতে শ্রীলঙ্কা ও বাংলাদেশের ম্যাচের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শুরুতে মেঘের আড়ারে ঢাকা পড়েছে সূর্য। আলোর স্বল্পতায় তাই সাময়িক বন্ধ করা হয়েছে খেলা। ১৪৯ ওভারে ৬ উইকেটে ৪৩৬ রান শ্রীলঙ্কার। রমেশ মেন্ডিস ও নিরোশান ডিকবেলার জুটি পঞ্চাশ ছাড়িয়েছে।
[৩]চা বিরতির পর দ্বিতীয় ওভারের প্রথম বলে ডিকবেলার বিরুদ্ধে ত্ইাজুল ইসলাম কট বিহাইন্ডের আপিল করেন। আম্পায়ার কুমার ধর্মসেনা আউট দিলে রিভিউ নেন লঙ্কান ব্যাটসম্যান। আল্ট্রা এজে বল তার ব্যাটে নয়, ফ্রন্ট প্যাডে লাগতে দেখা গেছে। রিভিউয়ে উইকেট বাঁচান ডিকবেলা। তাতে হতাশ হতে হয় তাইজুলকে।
[৪]সংক্ষিপ্ত স্কোর: শ্রীলঙ্কা ১৪৯ ওভারে ৪৩৬/৬ (রমেশ ১২*, ডিকবেলা ৪২*)