রাকিবুল রিফাত: [২] ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি বলেছেন, ইসরায়েলকে নিশ্চিন্তে থাকতে দেওয়া হবে না। ভবিষ্যতে ইসরায়েলের ওপর আরও হামলা হতে পারে। আল জাজিরা
[৩] ইসরায়েলের পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে সিরিয়া থেকে রকেট হামলা চালানোর কয়েকদিন পর রোববার এই হুমকি দেন মোহাম্মদ বাঘেরি।
[৪] সাংবাদিকদের বাঘেরি বলেন, ইসরায়েল মনে করে কোনো পরিণতি ছাড়াই তারা সিরিয়ার ভূখণ্ডের লক্ষ্যবস্তুতে ও সাগরে হামলা চালাতে পারে। তবে তাদের এই ধারণা সঠিক নয়। এই রকম হামলা দেশটির জন্য সুখকর হবে না বলেও জানান তিনি।
[৫] ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে ফিরতে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কিছুদিন ইরানের সঙ্গে ছয় দেশের আলোচনা শুরু হয়েছে। এ আলোচনা সফল হলে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে। এ আলোচনা শুরুর পর থেকে ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্পাদনা: আসিফুজ্জামান পৃথিল