ইউসুফ মিয়া:[২] সারাবাংলাদেশে সর্বাত্মক লকডাউনের কারণে যাতায়াতের ব্যাবস্তা বন্ধ থাকায় করোনাভাইরাসের সংক্রমণের হার বেরে যাওয়ার কারণে যৌনকর্মীদের খরিদ্দারের আসা যাওয়া কমে যাওয়ায় সামনে পবিত্র ঈদকে সামনে রেখে দিনে দিনে দুচিন্তায় মধ্যে পড়েছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর যৌনকর্মীরা।
[৩] রাজবাড়ী জেলার দৌলতদিয়ার যৌনপল্লির যৌনকর্মীদের কথা চিন্তা করে বাংলাদেশ পুলিশ ব্লাড ব্যাংকের চিন্তাচেতনার মহানায়ক,বাংদেশ পুলিশ মুক্তিযোদ্ধা জাদুঘরের প্রতিষ্ঠাতা,নাট্যদলের প্রতিষ্ঠাতা, কাবাডি ফেডারেশনের প্রতিষ্ঠাতা, বাংলাদেশ পুলিশের আদর্শ গৌরবের প্রতিক, দেশের পিছিয়ে পরা বেদে পল্লি সম্প্রদায়ের এবং হিজড়া জনগোষ্ঠির সম্প্রদায়ের আলোর দিশারি উত্তর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের চৌকশ উজ্জল নক্ষত্র এবং বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার)পিপি এম(বার) এর সংগঠন উত্তরণ ফাউন্ডেশ পক্ষ থেকে ২২এপ্রিল বৃহসপতিবার দুপুরে দৌলদিয়া যৌনপল্লির সোহরাব মন্ডল পাড়ায় ইউপি সদস্য আব্দুল জলিল ফকীরের বাড়ী মাঠে বিভিন্ন আইটেমের সামগ্রী বিতরণ করা হয়েছে।
[৪] বিতরণ কার্যক্রেমের উদ্ধোধন করেন রাজবাড়ী পুলিশ সুপার এম,এম, শাকিলুজ্জামান মহোদয় নিজহাতে ১ হাজার ৩ শত যৌনপল্লির যৌনকর্মীদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছে। বিতরণকালে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ সালাউদ্দিন,গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়েবীরসহ পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
[৫] বিতরনকৃত সামগ্রীর তালিকার মধ্যে পোলার চাল ১কেজি, সয়াবিন তৈল ১ কেজি, ডাউল ৫০০ গ্রাম, চিনি ১ কেজি, সেমাই ১ প্যাকেট, দুধ ১ প্যাকেট, বিষ্কুট ১ প্যাকেট, খেজুর ৫০০গ্রাম, আলু ১ কেজি, পিয়াজ ১ কেজি, ছোলা ১ কেজি এবং সাবান ১ টি।বিতরণকালে পুলিশ সুপার এম,এম, শাকিলুজ্জামান বলেন,পুলিশে ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান স্যার তার উত্তরন ফাউন্ডেশনের মাধ্যমে সমাজের বিভিন্ন অসহায় মানুষের জন্যই কাজ করে যাচ্ছেন এর মধ্যে দৌলতদিয়ার যৌনপল্লির যৌনকর্মীরা তাদের অন্যতম।
[৬] গতবছরে করোনাভাইরাসের মহামারীতেও লকডাউনের সময় দেশের সর্ববৃহৎ এই দৌলতদিয়া যৌনপল্লি বন্ধ ছিলো তাদের কথা চিন্তা করে চলমান লকডাউনে অসহায় দৌলতদিয়া যৌনকর্মীদের পাশে দাঁড়িয়ে আবারো দৌলতদিয়ার যৌনপল্লীতে উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে এদেরকে ঈদ সামগ্রী বিতরণের কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
[৭] তিনি সব সময় অসহায় মানুষের পাশে থেকে কষ্টের খবর পেয়ে চলমান লকডাউনে অসহায় যৌনকর্মীদের পাশে দাঁড়িয়েছেন। এ কার্যক্রম পর্যায়ক্রমে চলমান থাকবে। সম্পাদনা:অনন্যা আফরিন