সুস্থির সরকার: [২] বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নেত্রকোণা ময়মনসিংহ সড়কের শম্ভুগঞ্জের স্বপ্নের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মৃধিার বাড়ি পটুয়াখালী জেলায় বলে জানিয়েছে পুলিশ।
[৩] পুলিশ সূত্রে জানা যায় সকালে মোটর সাইকেলে করে ময়মনসিংহ যাচ্ছিলেন রাসেল। পথে নেত্রকোণাগামী ইটবোঝাই একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাসেল ঘটনাস্থলেই মারা যান।
[৪] খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তার লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান ফায়ার সার্ভিস কর্মী মজিবুর।
[৫] ময়মনসিংহ কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। সম্পাদনা: জেরিন আহমেদ