শিরোনাম
◈ বাংলাদেশি কোম্পানির বিদেশে বিনিয়োগ ১৮ দেশে, স্থিতি ৩৫ কোটি ডলার ◈ ‘সুসম্পর্কই লক্ষ্য’ — বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি বার্তা দিলেন রাজনাথ সিং ◈ অভ্যুত্থানে আইন প্রয়োগকারী সংস্থার কিছু সদস্যের ভুল ছিল: হিন্দুস্তান টাইমসকে হাসিনা ◈ বিড়াল হত্যাকারী সেই নারী গ্রেপ্তার ◈ ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হওয়া জরুরি: জামায়াত আমির ◈ ৫ আগস্টের পর ছাত্ররা ভুল করেছে, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা যাবে ভারতের হাতে: ফরহাদ মজহার ◈ মির্জা আজম বলেন, “সালামান তো বলল পাঠাবে, জবাবে ওবায়দুল কাদের বলেন, ও তো উল্টা টাকা চায় (অডিও) ◈ রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার ◈ বাংলাদেশ সীমান্তের পাশে তিন সেনা ঘাঁটি স্থাপন করেছে ভারত, সম্পর্কের প্রভাব নিয়ে নতুন প্রশ্ন ◈ সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক করল আইএসপিআর

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪১ বিকাল
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০৬:৪১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঠাকুরগাঁওয়ে পৌরসভার নতুন রাস্তার কাজ পরিদর্শনে মেয়র বন্যা

সাদ্দাম হো‌সেন : [২] ঠাকুরগাঁও পৌরসভার বেশ কয়েকটি রাস্তার নতুন কাজ চলমান। কাজের মান ও বিভিন্ন খুটিনাটি বিষয় তদারকি করছেন পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা।

[৩] মঙ্গলবার তিনি পৌর শহরের আর্ট গ্যালারী হতে রামদাড়া পর্যন্ত নতুন রাস্তার কাজ পরিদর্শন করেন।

[৪] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রকৌশলী বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী সোহেল রানা, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, স্থানীয় পৌর কাউন্সিলর আব্দুল কাইয়ুম চৌধুরী, সংরক্ষিত আসনের কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়ালাসহ পৌরসভার কর্মকর্তা ও ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ ।

[৫] সেখানে পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা বলেন, আর্ট গ্যালারী মোড় হতে রামদাড়া মোড় পর্যন্ত মোট ১ হাজার ৩৫ মিটার রাস্তার কাজে মোট ব্যয় ধরা হয় প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। পৌরসভার ভেতরে বেশ কয়েকটি রাস্তার কাজ চলমান রয়েছে। এর মধ্যে আমতলী মোড় হতে সিএম স্কুলের মোড় পর্যন্ত রাস্তার কাজ প্রায় শেষ। ঘোষপাড়া বদিউলের মোড় থেকে সেনুয়া বাজার পর্যন্ত প্রায় ৬৫০ মিটার রাস্তার কাজ চলমান। এছাড়াও ছোট খাটো আরও প্রায় ৭শ মিটার সহ মোট ১ হাজার মিটার নতুন রাস্তার কাজ চলছে। ঈদুল ফিতরের আগেই এসব কাজ সমাপ্ত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি। সম্পাদনা: সাদেক আলী

  • সর্বশেষ
  • জনপ্রিয়