শিরোনাম
◈ ইরানে বিক্ষোভে রক্তপাত বাড়ছে, হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র: ওয়াল স্ট্রিট জার্নাল ◈ ‘সোমালিল্যান্ড’ ইস্যুতে ইসরায়েলের পদক্ষেপ প্রত্যাখ্যানের আহ্বান, ওআইসিতে বাংলাদেশের অবস্থান স্পষ্ট ◈ বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত ◈ নির্বাচনের তফসিলের পরও বাড়ছে খুন-সন্ত্রাস: আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগে দেশ ◈ ইংল‌্যান্ড দ‌লের ক্রিকেটাররা মদ্যপান করে না, একটু আধটু বিয়ার খায়!‌ ক্রিকেটারদের সাফাই গাই‌লেন কোচ ম্যাকালাম ◈ ভোটের মাঠে নেই নিবন্ধিত ৮ দল, বর্জনে কি অর্জন তাদের? ◈ ফুটবল বিশ্বকাপের আগে ১,২৪৮ জন খে‌লোয়াড়‌কে ডি‌জিটাল স্ক্যান! আসতে চলেছে ফিফার নতুন নিয়ম  ◈ তারেক রহমানের নেতৃত্বে প্রতিহিংসামুক্ত ও সৌহার্দ্যপূর্ণ রাজনীতির প্রত্যাশা জাপার ◈ ইরানে হামলার ব্যাপারে ‘গুরুত্বের সঙ্গে’ ভাবছেন ট্রাম্প ◈ নতুন রাজনৈতিক শক্তি গঠনে আবারও সক্রিয় হওয়ার ইঙ্গিত মাহফুজ আলমের

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতুমন্ত্রীর সঙ্গে আমি কথা বলি না,গত দুই মাসে অনেক চেষ্টার পরও একদিনও কথা বলিনি, বললেন কাদের মির্জা

ডেস্ক রিপোর্ট : সোমবার (১২ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বসুরহাট পৌরসভার আয়োজনে করোনাযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি অন্যায়ের কাছে মাথানত করব না। অপরাজনীতি করব না, মেনে নেব না। দুই হাজার গুলি করেছে, মাথানত করিনি। মাথানতের প্রশ্নই উঠে না। ঢাকাপোস্ট

কাদের মির্জা বলেন, কেউ হাজার হাজার কোটি টাকা কামাবে; কেউ টাকার অভাবে খেতে পারবে না, এটা মানব না। অনেকে আজ দুই বেলা খেতে পারে না। এটা দেশে চলতে দেওয়া যায় না। আমি সাহস করে সত্য কথা বলব। আজ কঠিন ভাষায় বলে গেলাম। জেলা পর্যায়ের অফিসারদের দেখেন। তারা বিদেশি কাপড় পরিধান করেন। এত টাকা কোথায় পান, কোথায় পায় শালারা। দেশের মানুষের মাথা বিক্রি করে, লুট করে, তারা খাচ্ছে।

তিনি আরও বলেন, সেতুমন্ত্রীর সহকারী জুয়েল। এদের পদবী নেই। ভুয়া পদ লাগিয়েছে। কতগুলো ভিজিটিং কার্ড নিয়ে চলে। এমপি-মন্ত্রী ও সচিবসহ বিভিন্ন জায়গায় তদবির করে কোটি কোটি টাকা কামায়। নিউইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকায় জায়গা কিনে বাড়ি বানিয়েছে। দেখেন অবস্থা তার। এগুলো দেখে আমার বিবেক নাড়া দিয়েছে। সত্য কথা বলে যাবই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল কর্মকর্তা ডা. মাকসুদাহ সুলতানা সুরভি, ডা.শওকত আল ইমরান ইমরোজ ও ডা.সামিয়া কামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়