শিরোনাম
◈ এবার ভারতে টি-২০ বিশ্বকাপ খেলতে আপত্তি জানিয়েছে ইংল্যান্ড! ◈ ‌তেরান‌কে এবার ইংল‌্যা‌ন্ডের হুম‌কি, কো‌নো অজুহাত ছাড়া পরমাণু কর্মসূচি বা‌তিল কর‌তে হ‌বে ◈ বাংলাদেশে গিয়ে আসামের মিঞাঁ মুসলমানদের ভোট দিতে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ◈ হা‌রিস রউফ পাকিস্তানের বিশ্বকাপ দলে না থাকায় বিস্মিত অ‌স্ট্রেলিয়ার ক্লার্ক ও ফিঞ্চ ◈ ভোটারদের মন জয় করতে প্রতিশ্রুতির প্রতিযোগিতা, বক্তব্যে উত্তাপ ◈ সাবেক ৩০ এমপির গাড়ি নিয়ে বিপাকে পড়ল এনবিআর ◈ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সরকারের মেয়াদ বাড়বে এমন তথ্য ভিত্তিহীন: প্রধান উপদেষ্টার প্রেস উইং ◈ বয়কট গুঞ্জনে পাকিস্তানের ঘুম হারাম করে দিলো আইসল্যান্ড ◈ আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমান, আ.লীগ ও ভারত প্রশ্নে যা বললেন ◈ যুক্তরাজ্যে লরিতে লুকিয়ে ২৩ বাংলাদেশিকে পাচারের চেষ্টা, আটক ৫

প্রকাশিত : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৫০ রাত
আপডেট : ১৩ এপ্রিল, ২০২১, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেতুমন্ত্রীর সঙ্গে আমি কথা বলি না,গত দুই মাসে অনেক চেষ্টার পরও একদিনও কথা বলিনি, বললেন কাদের মির্জা

ডেস্ক রিপোর্ট : সোমবার (১২ এপ্রিল) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বসুরহাট পৌরসভার আয়োজনে করোনাযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমি অন্যায়ের কাছে মাথানত করব না। অপরাজনীতি করব না, মেনে নেব না। দুই হাজার গুলি করেছে, মাথানত করিনি। মাথানতের প্রশ্নই উঠে না। ঢাকাপোস্ট

কাদের মির্জা বলেন, কেউ হাজার হাজার কোটি টাকা কামাবে; কেউ টাকার অভাবে খেতে পারবে না, এটা মানব না। অনেকে আজ দুই বেলা খেতে পারে না। এটা দেশে চলতে দেওয়া যায় না। আমি সাহস করে সত্য কথা বলব। আজ কঠিন ভাষায় বলে গেলাম। জেলা পর্যায়ের অফিসারদের দেখেন। তারা বিদেশি কাপড় পরিধান করেন। এত টাকা কোথায় পান, কোথায় পায় শালারা। দেশের মানুষের মাথা বিক্রি করে, লুট করে, তারা খাচ্ছে।

তিনি আরও বলেন, সেতুমন্ত্রীর সহকারী জুয়েল। এদের পদবী নেই। ভুয়া পদ লাগিয়েছে। কতগুলো ভিজিটিং কার্ড নিয়ে চলে। এমপি-মন্ত্রী ও সচিবসহ বিভিন্ন জায়গায় তদবির করে কোটি কোটি টাকা কামায়। নিউইয়র্কের সবচেয়ে অভিজাত এলাকায় জায়গা কিনে বাড়ি বানিয়েছে। দেখেন অবস্থা তার। এগুলো দেখে আমার বিবেক নাড়া দিয়েছে। সত্য কথা বলে যাবই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা মেডিকেল কর্মকর্তা ডা. মাকসুদাহ সুলতানা সুরভি, ডা.শওকত আল ইমরান ইমরোজ ও ডা.সামিয়া কামাল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়