শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর
আপডেট : ১১ এপ্রিল, ২০২১, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামইরহাটে নর্থওয়েষ্ট ক্যাবল নেটওয়ার্কে তালা ভোগান্তিতে স্যাটেলাইট গ্রাহকরা

আব্দুল্লাহ হেল:[২] নওগাঁর ধামইরহাটে নর্থওয়েস্ট ক্যাবল নেটওয়ার্কে তালা দিয়েছে প্রতিপক্ষ। এতে বন্ধ হয়ে গেছে স্যাটেলাইট সম্প্রচার। ভুক্তভোগী গ্রাহকরা দেশের সার্বিক পরিস্থিতি সহ টেলিভিশনের বিভিন্ন খবর দেখতে না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছেন। এ বিষয়ে নর্থ ওয়েষ্ট ক্যাবল নেটওয়ার্কের মালিক ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

[৩] জানা গেছে, গত ৯ এপ্রিল দুপুরে ৩-৪ জন লোক নিয়ে নর্থওয়েস্ট ক্যাবল নেটওয়ার্কের কর্মচারী মিলন হোসেনকে কন্ট্রোলরুম থেকে জোর করে বের করে দিয়ে তালাবদ্ধ করেন আমাইতাড়া গ্রামে।

[৪] এ সময় বিশৃঙ্খলা এড়াতে পাওয়ার মিটারসহ বিল আদায়ের ব্যাগসহ জমা দিয়ে কর্তৃপক্ষকে ঘটনাটি জানিয়ে মিলন ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি জানতে পেরে এম এ হাসেম ধামইরহাট থানায় অভিযোগ দায়ের করেন।

[৫] এ বিষয়ে অভিযুক্ত আবুল বাশার বলেন, আমি এম এ হাসেমের নিকট থেকে টাকা পাব তিনি ক্যাবল নেটওয়ার্ক ব্যবসা আমার কাছে বিক্রয় করবেন মর্মে টাকা নিয়ে ছিলেন। বিভিন্ন দেন-দরবার করে সময় ক্ষেপন করে টাকা না দেওয়ায় এই ঘটনার সূত্রপাত।

[৬] নর্থ ওয়েষ্ট ক্যাবল নেটওয়ার্কের মালিক এম এ হাসেম বলেন, বাশার আমার থেকে টাকা পাবেন আমি তা অস্বীকার করিনি তবে টাকা পাবেন জন্যই আমার ব্যবস্থা প্রতিষ্ঠানে তালা লাগাতে সে পারে না এটা বড়ই অন্যায় হয়েছে ।

[৭] বিষয়টি নিয়ে আপোশ-মিমাংসার প্রক্রিয়া চলছে বলে স্থানীয় জনপ্রতিনিধি মাধ্যমে জানতে পেরেছি, বাদী সমাধান বা আইনী সহায়তা যা চাইবেন, থানা পুলিশ তাকে সহ সকলকে আইনী সহযোগিতা দিতে বদ্ধ পরিকর বলে জানান ওসি আবদুল মমিন। সম্পাদনা:অনন্যা আফরিন

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়