ফজলুল বারী: জনগণকে আবুল ভেবে আমাদের অনেক মোল্লা মৌলভীরা যে নিজেদের সুবিধামতো নানান ফতোয়া দেন রাজাকারপুত্র মামুনুলের সর্বশেষ দৃষ্টান্ত। তার সর্বশেষ ফতোয়া স্ত্রীকে খুশি করতে স্বল্প পরিসরে মিথ্যা বলা জায়েজ। যেন এটিই এখন বাংলাদেশের মূল সমস্যা। ধৃত ৫০১ মামুনুলের সমস্যা হলেও এটি যে বাংলাদেশের সমস্যা নয় তা আশাকরি তার মুরব্বিরা তাকে ধরিয়ে দেবেন। এখন প্রশ্ন কোন স্ত্রীকে খুশি করতে মিথ্যা বলেছেন মামুনুল? প্রথম না দ্বিতীয়? মামুনুলের ক্ষেত্রে প্রথম স্ত্রীতো প্রতারিত।
দুই বছর পর এসেও প্রথম স্ত্রীকে মিথ্যা বলছেন, এটা অমুকের স্ত্রী। অস্ট্রেলিয়া হলেতো এতক্ষণে গ্রেফতার হয়ে যেতেন। কারণ এখানে নারীর অধিকারের বিষয়টি আইনে সুরক্ষিত। প্রথম স্ত্রী বহাল থাকতে দ্বিতীয় বিয়ে করা যায়না। ইসলামে যখন একাধিক বিয়ের বিষয় অনুমোদন দেওয়া হয় তখনও তা বিশেষ বিশেষ প্রেক্ষিত উল্লেখ করা হয়েছিলো। মামুনুলের দ্বিতীয় স্ত্রীর ছেলের বক্তব্যে প্রতারণার বিষয় এসেছে। একজন প্রতারক কী কোথাও ধর্মীয় নেতা থাকতে পারেন? ধর্মের কী এতোই বিপর্যয়? ফেসবুক থেকে