সোহেল রানা: [২] চুয়াডাঙ্গায় যাবত জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম ওরফে ফরিদ নামে একজনকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ।
[৩] বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেল পৌনে ৫ টার দিকে শহরতলি গাড়াবাড়িয়া গাড়াবাড়ীয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
[৪] গ্রেপ্তার মাজেদুল ইসলাম ওরফে ফরিদ(৬৪) শহরের পুরাতন হাসপাতাল পাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে।
[৫] বৃহস্পতিবার রাতেই সদর থানার পুলিশ জানায় , গত ২০১৩ সালে ঝিনাইদহ মহেশপুর থানার একটি মাদক মামলার আসামি ছিলো মাজেদুল ওরফে ফরিদ। পরে ওই মামলায় গত ২০১৮ সালে তাকে পালাতক দেখিয়ে ১৪ বছর স্বশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত । এঘটনার পর থেক পালাতক ছিলো সে।
[৬] গতকাল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের উপ পরিদর্শক (এসআই) মাসুম বিল্লাহ সহকারী উপ পরিদর্শক (এসআই) আরাফাতসহ সহযোগী ফোর্স গাড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। গতকালই তাকে আদালতে সোপর্দ করে সদর থানার পুলিশ। সম্পাদনা: সাদেক আলী