রাজু চৌধুরী: [২] করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ সামাল দিতে সরকার ঘোষিত সোমবার ভোর ৬টা থেকে ১১ এপ্রিল রাত ১২টা পর্যন্ত সাত দিনের লকডাউন প্রতিপালন করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো.রেজাউল করিম চৌধুরী।
[৩] করোনা সংক্রমিতদের চিকিৎসা নিশ্চিত করতে চট্টগ্রামের লালদিঘী পাড়স্থ চসিক পাবলিক লাইব্রেরী ও দূর্যোগ ব্যবস্থাপনা ভবনের দুইটি ফ্লোরে আইসোলেশন সেন্টার স্থাপন করা হচ্ছে।
[৪] করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউন শতভাগ কার্যকর করতে হবে। আগামী ৬ এপ্রিল আইসোলেশন সেন্টারটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে।
[৫] রোববার (৪ এপ্রিল) সকালে বাটালীহিলস্থ নগর ভবনের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বিভাগীয় ও শাখা প্রধানদের সাথে করোনা পরিস্থিতিতে করণীয় বিষয় সম্পর্কে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।