সুমাইয়া ঐশী: [২] সংক্রমণ ও মৃত্যুর দিক দিয়ে ওয়ার্ল্ডোমিটারের তালিকায় সবার উপরে আছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত সংক্রমণের মোট সংখ্যা ৩ কোটি ১১ লাখ ৬৬ হাজার ৩৪৪ এবং মৃত্যু ৫ লাখ ৬৫ হাজার ২৫২ জন। মোট মৃত্যু ২৮ লাখ ২৮ হাজার ৬২৯ জন।
[৩] এই তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল, এরপরই তিন নম্বরে ভারত। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ৩৪তম এবং পাকিস্তান ৩১তম।
[৪] এশিয়ার দেশগুলোর মধ্যে করোনার তীব্রতার দিক দিয়ে সবার প্রথমে আছে ভারত। এরপর যথাক্রমে তুরস্ক, ইরান, ইন্দোনেশিয়া এবং ইরাক। এক্ষেত্রে পাকিস্তানের অবস্থান অষ্টম এবং ১০ নম্বরে আছে বাংলাদেশ।
[৫] এদিকে, সম্প্রতি ভারতের দৈনিক সংক্রমণ বৃহস্পতিবার ছাড়িয়ে ৭২ হাজার। দেশটিতে একদিনে আক্রান্ত হয়েছে, ৭২ হাজার ৩৩০ জন এবং মারা গেছেন ৪৫৯ জন। এনডিটিভি, ইন্ডিয়া টিভি